আসসালামু আলাইকুম,
আমি একটি বিজনেস এর সাথে জড়িত। তবে সেটা নিয়ে আমি আগে রিসার্চ করি নি। তবে বর্তমানে রিসার্চ করে কিছু বিষয় জানতে পারলাম তাই এটা নিয়ে একটু চিন্তায় আছি।
আমার ব্যবসাটি হলো কম দামে ডলার কিনে বেশি দামে বিক্রি করা। এজন্য আমি বিভিন্ন ফ্রিল্যান্সার বা প্রবাসী ভাইদের কাছ থেকে ডলার আমার কার্ডে নেই এবং সেটা টাকায় রুপান্তর করে প্রকৃত মালিক বা প্রকৃত মালিকের পরিবারে পৌছে দেই। আবার যখন কারো ডলার প্রয়োজন হয় তখন আমি তা বেশি দামে বিক্রি করে দেই।
কিন্তু সমস্যা হচ্ছে আমি রিসার্চ করে দেখলাম যে এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। এমতাবস্থায় এরুপ লেনদেন কি সঠিক হবে?
বিঃদ্রঃ যেহেতু বর্তমানে অনলাইন যুগ তাই মজলিসে বসে লেনদেন করা সম্ভব হচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন মাধ্যম বিকাশ বা নগদ এর মাধ্যমে লেনদেন করা হচ্ছে। এটা কি ঠিক হবে?
আবার সবসময় যে ডলার থেকে টাকায় রুপান্তর হয় এরকম না। কখনো কখনো ডলার থেকে রিয়াল, রিয়াল থেকে ডলার, আবার ডলার থেকে টাকা, টাকা থেকে ডলার এরকম লেনদেন হয়। তবে একই কারেন্সি যেমন টাকা থেকে টাকা বা ডলার থেকে ডলার এরকম লেনদেন হয়না এবং এটা হারাম আমি জানি।