আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
93 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম,
আমি একটি বিজনেস এর সাথে জড়িত। তবে সেটা নিয়ে আমি আগে রিসার্চ করি নি। তবে বর্তমানে রিসার্চ করে কিছু বিষয় জানতে পারলাম তাই এটা নিয়ে একটু চিন্তায় আছি।
আমার ব্যবসাটি হলো কম দামে ডলার কিনে বেশি দামে বিক্রি করা। এজন্য আমি বিভিন্ন ফ্রিল্যান্সার বা প্রবাসী ভাইদের কাছ থেকে ডলার আমার কার্ডে নেই এবং সেটা টাকায় রুপান্তর করে প্রকৃত মালিক বা প্রকৃত মালিকের পরিবারে পৌছে দেই। আবার যখন কারো ডলার প্রয়োজন হয় তখন আমি তা বেশি দামে বিক্রি করে দেই।

কিন্তু সমস্যা হচ্ছে আমি রিসার্চ করে দেখলাম যে এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। এমতাবস্থায় এরুপ লেনদেন কি সঠিক হবে?
বিঃদ্রঃ যেহেতু বর্তমানে অনলাইন যুগ তাই মজলিসে বসে লেনদেন করা সম্ভব হচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন মাধ্যম বিকাশ বা নগদ এর মাধ্যমে লেনদেন করা হচ্ছে। এটা কি ঠিক হবে?
আবার সবসময় যে ডলার থেকে টাকায় রুপান্তর হয় এরকম না। কখনো কখনো ডলার থেকে রিয়াল, রিয়াল থেকে ডলার, আবার ডলার থেকে টাকা, টাকা থেকে ডলার এরকম লেনদেন হয়। তবে একই কারেন্সি যেমন টাকা থেকে টাকা বা ডলার থেকে ডলার এরকম লেনদেন হয়না এবং এটা হারাম আমি জানি।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সাধারণত মুদ্রার লেনদেন দুইভাবে হতে পারে।যথা- 
(ক)ভিন্ন দেশের কারেন্সির লেনদেন।
(খ)একই দেশের কারেন্সির লেনদেন।
প্রথম প্রকারের লেনদেনকেই ফরেক্স বলা হয়।
তথা ভিন্ন দুই দেশের মুদ্রার লেনদেনকেই ফরেক্স বলা হয়।

(ক)
ভিন্ন দেশের কারেন্সির লেনদেন
এক দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সির বিনিময়ে কমবেশি করে বিক্রি করা জায়েজ আছে। তবে এক্ষেত্রে মজলিসেই কমপক্ষে একপক্ষ টাকাটি হস্তগত করে নিতে হবে। যদি একজনও তাদের বিনিময়কৃত কারেন্সি হস্তগত না করে তাহলে ক্রয় বিক্রয়টি জায়েজ হবে না। (জাদীদ ফেকহী মাসাঈল;৪/২৮জাদীদ মু'আমালাত কে শরয়ী আহকাম;১-১৩৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/14067

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ক্রয় বিক্রয়টি অনলাইনে হয়, এবং উভয় পক্ষ তাদের টাকা হস্তগত করে নেয়, তাহলে যদিও এখানে মজলিস নেই, তারপরও ক্রয়বিক্রয় সম্পন্ন হয়ে যাবে। প্রশ্নের বিবরণমতে আপনি ব্যবসার নিয়তে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন। তবে সরকারি বিধিনিষেধ থাকলে তখন জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 146 views
...