ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5215
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো নারীর পায়জামার নিচের দিকের অংশ (গোপনাঙ্গ বরাবর) ছিঁড়ে যদি দুই/একটা ছোট ছিদ্রের মতো হয়ে যায়, এবং সেই ছিদ্রের পরিমাণ গোপনাঙ্গের এক চতুর্থাংশ পরিমাণ হয়, তাহলে উক্ত পায়জামাটি পরিধান করে নামাজ আদায় যাবে না। নামায আদায় হবে না।
(২)
আরবিতে নাশরাহ বর্তমান বা ভবিষ্যত কালিন অর্থবোধ শব্দ। নাশরাহু অর্থ খুলে দেওয়া। এত্থেকে উত্তম হবে, নবীদের বা সাহাবাদের কোনো নাম থেকে একটি নামকে বাচাই করা। এক্ষেত্রে সংক্ষেপিত নামই সুন্দর।বেশী লম্বা করা যাবে না।