ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
(وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইবাদতের গুরুত্বের মধ্যে পার্থক্য অনুধাবন করা চাট্টি খানি কথা নয়। এটাই ঈমানের আলামত।আল্লাহ আপনার ইলম আমলকে বাড়িয়ে দেউক। সাংসারিক জীবনের প্রাথমিক দিকে এরকম এলোমেলো হয়ে যাওয়াটা স্বাভাবিক। ধর্য্যসহকারে পরিস্থিতির মুকাবেলা করলে সবকিছুই আগের মত হয়ে যাবে,ইনশা'আল্লাহ।।
যেহেতু মনের অজান্তে এবং অনিচ্ছায় কুরআনে কারীম হাত থেকে ছিটকে পড়ে গেছে, তাই এজন্য আপনার কোনো গোনাহ হবে না।হ্যা, অসর্তকতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এজন্য কোনো সাদাকাহ বা কাফফারার প্রয়োজনিয়তা পড়বে না।