ব্যাংকের চাকরি কি হারাম? ব্যাংকের চাকরি আমি ব্যক্তিগতভাবে হারামই মনে করি কিন্তু যারা এটাকে জায়েয মনে করে , তারা বেশ কিছু প্রশ্ন দাড় করায়।
প্রশ্নগুলো এমন ধরনের-
প্রশ্ন১ঃ আমি ভালো মানুষ, এখন আমি যদি ব্যাংকের জব না করি তাহলে এই প্রতিষ্ঠান চোর বাটপার, দূর্নিতীবাজদের দখলে যাবে।তখননকি সেটা দেশের জন্য ভালো হবে?
প্রশ্ন২ঃ যেসকল আলেমরা ব্যাংককে হারাম বলছে, তারা এর বিকল্প কোনো ব্যবস্থা কি করছে, তাহলে মানুষ টাকা নিরাপদে রাখবে কিভাবে?
প্রশ্ন৩ঃ মাদরাসাগুলোর ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরলাম তারা সুদ বা ইন্টারেস্ট নিচ্ছেনা কিন্তু তারা অর্থ লেনদেন করে ব্যাংকগুলোকে সুযোগ করে দিচ্ছেনা? তারা হারাম বলে আবার আর্থিক লেনদেন করছে কেন?
প্রশ্ন৪ঃ এক ভদ্রমহিলা তার ছেলের ব্যাংকের চাকরির এভাবে সাফাই গাইছেন যে, চাকরি না করে কি চুরি করে খাবে? সে অন্য কোনো চাকরি পেলোনা, আবার ব্যবসা সবাই করতে ও পারেনা।ব্যবসার পলিসি ও সবাই বুঝেনা। এক্ষেত্রে তার ছেলে কি বেকার থাকবে।
প্রশ্নঃ অনেক আলেম ইসলামি ব্যাংক নামধারী ব্যাংকিং ব্যবস্থাকে হালাল বলেন।এটা কি বিকল্প হতে পারে?
ব্যাংকিং সেক্টর নিয়ে শরীয়তের জ্ঞানের সীমা আমার খুবই সীমিত, তাই জানার উদ্দেশ্যে এই পোস্ট। বিষয়টি হারাম পাশাপাশি বিকল্প কি? সহ উপরোক্ত প্রশ্নাবলির উত্তর, হাদিস, রেফারেন্স কিংবা হক্কানি আলেমের কোনো রেফারেন্স।