হযরত,আসসালামুআলাইকুম।
হযরত,গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি।স্বপ্নে দেখলাম আমি আর আমার সাথে আরো কিছু লোক একটা বাসার ভিতর যাচ্ছি। স্বপ্নে বুঝতে পারলাম যে এই বাসার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থান করছেন।তাই আমরা সবাই তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে দেখা করার জন্য বাসার ভিতর যাচ্ছিলাম। হটাৎ এক লোক বাঁধা দিয়ে বলল এই রুমের ভিতর যাওয়া যাবে না।এই রুমের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন। সে এই কথা বলতে না বলতেই একজন মানুষ রুম থেকে বের হয়ে আসলেন। আমাদের সবার কাছে মনে হলো ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি বসে পড়লেন। স্বপ্নে তার মুখে দাড়ি আছে কিনা বুঝতে পারলাম না । তার মুখে অল্প দাড়ি আছে কিনা ভালোমত খেয়াল করি নি, যেমন কিছু মানুষের দাড়ি অনেক কম থাকে।আর গায়ের রং দেখলাম আরবদের মতো, ফর্সা আর ত্বকে লালচে ভাব আছে । আর চুল দেখলাম কোঁকড়ানো বাবড়ি চুল।আমি যখন বাবড়ি চুলের দিকে তাকালাম তখন চুল দিয়ে মনে হচ্ছিলো নুর চমকাচ্ছে । এত সুন্দর চুল আমি জীবনে দেখি নাই ।তারপর আমরা সবাই গোল হয়ে তার চারপাশে বসে পড়লাম।তার সামনে বসা লোকদের মধ্যে আমি প্রথম সারিতে ছিলাম।যখন তার মুখের দিকে তাকালাম তখন বুকের ভিতর কেমন যেন করে উঠলো। মনে হলো জীবনের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখছি। আমি বললাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তিনি আমার মুখের দিকে তাকালেন আর বললেন, ভালো আছো? তারপর তিনি সবার দিকে তাকিয়ে কিছু নসিহত শুরু করলেন।তখন আমার শাইখুল ইসলাম তকী উসমানী হুজুরের বইয়ের কথা মনে পড়ল।মনে হলো তকি উসমানী হুজুর বইয়ে যে হাদিসগুলো আনেন স্বপ্নে দেখা সেই মানুষ ঐ হাদীস এর কথাগুলো ই মুখ দিয়ে বলছেন।তারপর তিনি বললেন, রাসুল বলেন ।এরপর আমার ঘুম ভেংগে গেছে।
হযরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কি আমি সপ্নে দেখছি? স্বপ্নে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুখের দিকে তাকাইছেন? আমার সাথে কথা বলেছেন?
কিন্তু আমার একটা বিষয় সন্দেহ লাগতেছে শেষে তিনি বললেন যে, রাসুল বলেন ।আমার সন্দেহ লাগতেছে স্বপ্নে দেখা সেই মানুষ কি কোন বড় আলেম ছিলেন?
নাকি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই নিজের পরিচয় উল্লেখ করে বলেছেন, রাসুল বলেন । আমি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখেছি?
আমার তো আমল আখলাক ভালো না।আমি সকালে উঠে খুব কান্নাকাটি করেছি। এখন ও বুকের ভিতর কেমন যেন করছে। বুকের ভিতর কেমন যেন একটা আনন্দ আনন্দ অনুভব হচ্ছে ।আমি মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মজলিসে যাওয়ার চেষ্টা করি।আমি প্রতিদিন কিছু দুরুদ শরীফ পড়ার চেষ্টা করি ।গুনাহের থেকে বাঁচতে পারি না পুরাপুরি।ঠিকমতো শরীয়তের উপর চলতে পারি না।কিন্ত মন চায় যে হুজুরের কাছে যায়ে নিজের ইসলাহ করতে হবে।
হযরত,আমি তো গুনাহগার। আমার মতো গুনাহগারের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখা সম্ভব?
স্বপ্নে কি আমি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখেছি?