আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
হযরত,আসসালামুআলাইকুম।

হযরত,গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি।স্বপ্নে দেখলাম আমি আর আমার সাথে আরো কিছু লোক একটা বাসার ভিতর যাচ্ছি। স্বপ্নে বুঝতে পারলাম যে এই বাসার ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থান করছেন।তাই আমরা সবাই তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে দেখা করার জন্য বাসার ভিতর যাচ্ছিলাম। হটাৎ এক লোক বাঁধা দিয়ে বলল এই রুমের ভিতর যাওয়া যাবে না।এই রুমের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন। সে এই কথা বলতে না বলতেই একজন মানুষ রুম থেকে বের হয়ে আসলেন। আমাদের সবার কাছে মনে হলো ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি বসে পড়লেন। স্বপ্নে তার মুখে দাড়ি আছে কিনা বুঝতে পারলাম না । তার মুখে অল্প দাড়ি আছে কিনা ভালোমত খেয়াল করি নি, যেমন কিছু মানুষের দাড়ি অনেক কম থাকে।আর গায়ের রং দেখলাম আরবদের মতো, ফর্সা আর ত্বকে লালচে ভাব আছে । আর চুল দেখলাম কোঁকড়ানো বাবড়ি চুল।আমি যখন বাবড়ি চুলের দিকে তাকালাম তখন চুল দিয়ে মনে হচ্ছিলো নুর চমকাচ্ছে । এত সুন্দর চুল আমি জীবনে দেখি নাই ।তারপর আমরা সবাই গোল হয়ে তার চারপাশে বসে পড়লাম।তার সামনে বসা লোকদের মধ্যে আমি প্রথম সারিতে ছিলাম।যখন তার মুখের দিকে তাকালাম তখন বুকের ভিতর কেমন যেন করে উঠলো। মনে হলো জীবনের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখছি। আমি বললাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তিনি আমার মুখের দিকে তাকালেন আর বললেন, ভালো আছো? তারপর তিনি সবার দিকে তাকিয়ে কিছু নসিহত শুরু করলেন।তখন আমার শাইখুল ইসলাম তকী উসমানী হুজুরের বইয়ের কথা মনে পড়ল।মনে হলো তকি উসমানী হুজুর বইয়ে যে হাদিসগুলো আনেন স্বপ্নে দেখা সেই মানুষ ঐ হাদীস এর কথাগুলো ই মুখ দিয়ে বলছেন।তারপর তিনি বললেন, রাসুল বলেন ।এরপর আমার ঘুম ভেংগে গেছে।

হযরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কি আমি সপ্নে দেখছি? স্বপ্নে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুখের দিকে তাকাইছেন? আমার সাথে কথা বলেছেন?

কিন্তু আমার একটা বিষয় সন্দেহ লাগতেছে শেষে তিনি বললেন যে, রাসুল বলেন ।আমার সন্দেহ লাগতেছে স্বপ্নে দেখা সেই মানুষ কি কোন বড় আলেম ছিলেন?
নাকি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই নিজের পরিচয় উল্লেখ করে বলেছেন, রাসুল বলেন । আমি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখেছি?

আমার তো আমল আখলাক ভালো না।আমি সকালে উঠে খুব কান্নাকাটি করেছি। এখন ও বুকের ভিতর কেমন যেন করছে। বুকের ভিতর কেমন যেন একটা আনন্দ আনন্দ অনুভব হচ্ছে ।আমি মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মজলিসে যাওয়ার চেষ্টা করি।আমি প্রতিদিন কিছু দুরুদ শরীফ পড়ার চেষ্টা করি ।গুনাহের থেকে বাঁচতে পারি না পুরাপুরি।ঠিকমতো শরীয়তের উপর চলতে পারি না।কিন্ত মন চায় যে হুজুরের কাছে যায়ে নিজের ইসলাহ করতে হবে।

হযরত,আমি তো গুনাহগার। আমার মতো গুনাহগারের  কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখা সম্ভব?

স্বপ্নে কি আমি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখেছি?

1 Answer

0 votes
by (583,050 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বিবরণ থেকে বুঝা যাচ্ছে যে,আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে স্বপ্নে দেখেননি। আ'মলকে আরো বাড়াতে হবে। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...