বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।(আশ-শুরা-১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ আল্লাহর মতই। সুতরাং দুনিয়ার কোনো জিনিষ দ্বারা আল্লাহকে উপমা দেওয়া যাবে না। শাসনকর্তা সীমাবদ্ধ অর্থবোধক একটি শব্দ। সুতরাং এই শব্দকে আল্লাহর জন্য ব্যবহার কখনো সমুচিৎ হবে না। পৃথিবীর সমস্ত শাসনকর্তা এমনকি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা আল্লাহ নিজেই। সুতরাং পৃথিবীতে মানুষের জন্য ব্যবহারকৃত কোনো শব্দকে আল্লাহর জন্য ব্যবহার করা জায়েয হবে না। যেহেতু এই শব্দকে শরীকানা বুঝানোর জন্য ব্যবহার করা হয়নি, তাই ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি শরীকানা বুঝানোর জন্য এই শব্দকে আল্লাহর জন্য ব্যবহার করে, তাহলে তার ঈমান বাকী থাকবে না।