সরকারি চাকুরিজীবী মারা যাওয়ার পর তাদের স্ত্রীকে যে পেনশনের টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়,এটা সরকারের পক্ষ থেকে তার স্ত্রীর প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান।
এটার সাথে মৃত ব্যাক্তির মিরাছের কোনো সম্পৃক্ততা নেই।
এটা শুধুমাত্র স্ত্রীই পাবে।
স্ত্রীই কেবল মাত্র এটা পাওয়ার হকদার।
(ইমদাদুল ফাতওয়া ৪/৩৪২ মাকতাবায়ে যাকারিয়া)
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ইসলামী স্কলারগন বলেছেনঃ
সরকারি চাকরিতে সরকারি নিয়ম অনুসারে চাকরিজীবী ব্যক্তিকে চাকরি শেষ হওয়ার পর প্রতি মাসে যে পেনশন দেওয়া হয় তা সরকারের পক্ষ থেকে অনুদান স্বরূপ। উক্ত ব্যক্তির মালিকানাধীন সম্পদ নয়। কাজেই সেই সম্পদ পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ওয়ারিসরা পাবে না। বরং সরকারি আইন হিসেবে উক্ত ব্যক্তির মৃত্যুর পর যাকে দেওয়ার কথা বলা থাকে সেই তা প্রাপ্ত হবে।
সাধারণত, স্ত্রী সে টাকা পেয়ে থাকে। কাজেই সরকারি আইন হিসেবে স্ত্রী সে টাকা পাবে। ওয়ারিসরা তাতে যুক্ত হবে না।
আল বাহরুর রায়েক ৯/৩৬৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ২/৪
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি সরকারি আইন এই হয় যে স্ত্রী বিবাহ বসলে সেক্ষেত্রে উক্ত সম্পদ সে পাবেনা,বরং তার সন্তানেরা পাবে।
সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে মৃত ব্যক্তির আনুতোষিক, পেনশন, ক্ষতিপূরণ বাবদ অর্থ তার সন্তানেরা পাবে।
স্ত্রী পাবেনা।
আর যদি স্ত্রী বিবাহ না বসে,সেক্ষেত্রে মৃত ব্যক্তির আনুতোষিক, পেনশন, ক্ষতিপূরণ বাবদ অর্থ তার স্ত্রী পাবে।
★আনুতোষিক, পেনশন ও ক্ষতিপুরন বাবদ অর্থ যা স্ত্রী পেয়েছে তা কোনোভাবেই মিরাছ অনুযায়ী বন্টন করা যাবেনা।