আসসালামুয়ালাইকুম
১)কুরবানীর গোশে মিসকিনের ভাগ থেকে প্রতিবেশীদের দেয়া যাবে প্রতিবেশী মধ্যবিত্ত হোক বা গরিব ?
২) কুরবানীর গোশে মিসকিনের অংশ এতিম আত্নীয়, পাগল , গরিব আত্নীয় দের দেয়া যাবে ?
৩) পুত্রবধূ কুরবানী দিলে সে কি তার অসুস্থ, প্যারালাইসিস শ্বশুর এর জন্য মিসকিনের অংশ থেকে গোল দিতে পারবে নাকি আত্নীয় ভাগ থেকে দিতে হবে ?