বিকাশ কোম্পানি নিয়ম হচ্ছে যে টাকা পাঠানোর ক্ষেত্রে কাস্টমারকে দোকানে এসে টাকা পাঠাতে হবে। তো আমার ভাইয়ের সাথে আমি বিকাশের ব্যবসা করে থাকি। আমার ভাই সৌদিতে থাকে। তুমি আমাকে একসাথে ব্যাংকে টাকা পাঠায়। এবং বিদেশে প্রবাসী যেসব ভাইরা দেশে টাকা পাঠাবেন তাদের নাম্বার এবং এমাউন্ট আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। পরে আমি বিকাশের দোকানে গিয়ে ঐ নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে দেই। এখন যেহেতু আমি বিকাশ এজেন্ট ব্যবসায়ী না। আমার প্রবাসী ভাই হচ্ছে যেসব প্রবাসী ভাইরা দেশে টাকা পাঠাবেন তাদের পক্ষ থেকে উকিল, এবং আমি হচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে উকিল। আমি বিকাশের দোকানে গিয়ে টাকাগুলো পাঠিয়ে দেই।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যদি নিজেই বিকাশ এজেন্ট ব্যবসায়ী হই। তাহলে তো আমার আর অন্য বিকাশের দোকানে গিয়ে টাকা পাঠানো দরকার নাই। আমি তো আমার নিজের দোকান থেকেই টাকা পাঠাতে পারবো। তো এক্ষেত্রে শরীয়ত কি বলে? এই ক্ষেত্রে কি বিকাশের নিয়ম মানা হচ্ছে?? যেমন বিকাশের নিয়ম ছিল টাকা পাঠানোর ক্ষেত্রে দোকানে গিয়ে পাঠাতে হবে। এখন যদি আমি আমার ভাইয়ের পক্ষ থেকে উকিল এবং আমি নিজেই এজেন্ট ব্যবসায়ী হই তাহলে তো আমি আমার নিজের দোকান থেকেই টাকা পাঠাতে পারবো। অন্য বিকাশের দোকানে যাওয়ার তো প্রয়োজন নেই। তো এখন কি বিকাশের ঐ নিয়ম মানা হচ্ছে যে টাকা পাঠানোর ক্ষেত্রে দোকানে গিয়ে পাঠাতে হবে?? যেহেতু আমি নিজেই দোকানদার তো আমি আমার নিজের দোকান থেকে পাঠাই।