আস্সালামুআলাইকুম। আমি ১মেই একটি ঘটনা share করতে চাই।
❗আমি যখন প্রাইমারিতে পরি। একদিন দুপুর প্রায় ২/৩ টার মতো সময়ে আমি বাইরে যাই। আমাদের বাড়ির রাস্তায় আমার এক পরিচিত cousin বোনের সাথে দেখা হয়। তিনি আমাকে বললো আমার বড়ো বোনকে ডেকে আনতে, আমি তাই করি। কিন্তু আমার বোন আমাকে বললো সে আসবে না। ওনাকে গিয়ে মিথ্যে বলতে যে ও busy আছে। আমি ফিরে এসে cousin কে মিথ্যাটাই বললাম। উনি তখনই আমাকে বললো তুই মিথ্যে কথা বলতেছোস, আমি সব শুনছি তোর বোন যা শিখাই দিছে তোকে। এরপর উনি আমাকে বললো"" কখনো জীবনে উন্নতি হবে না তোর,,, তোর কখনো পড়াশুনা ভালো হবে না "।।।।
*যে জায়গাটায় আমরা দারিয়ে কথা বলেছিলাম আমাদের বাড়ির প্রায় মানুষ সেখানে জিনের শিকার হয়েছে। এখানে অনেককেই পানিতে চুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল অনেক বার। আমার cousin থেকে পড়ে আমরা প্রায় শুনতাম যে উনি প্রায় রাতে স্বপ্নে দেখতো উনি অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন। ওনার ২৯/৩০ বছর বয়সে বিয়ে হয়। উনি বিয়েতে অনেক আগ্রহী ছিলেন তারপর ও ওনাকে কেউ দেখতে আসলে বাসায় একপ্রকার ফিতনা হয়ে যেত।
❗আমি তখন থেকে এই অভিশাপ টাইপ কথাটা নিয়ে খুব টেন্সড ছিলাম। আমার ঐ সময় থেকেই কেন যেন মনে হতো।। আমার যে cousin টার সাথে আমার দেখা হয়েছিল। সে আসলে আমার cousin এর মতো চেহারার তো ছিল তারপর ও কেন যেন আমার কিছু ভিন্নতা feel হতো। মনে হতো যে এটা উনি ছিলই না ঐদিন।আমি সব সময় ই পড়ালেখাতে খুব ভালো। আমি খুব বেশি পড়াশুনা করতাম, আমি enjoy করি study। তারপর ও আমি কখনোই আমার আশা স্বরূপ রেজাল্ট করি না একদম এরপর থেকে কখনোই করি নাই। আমার সব এক্সামে আমি ২/৩ এর জন্য পিছিয়ে যাই। এডমিশনেও same অবস্থা। আমার কোনো জিনিসেই আসলে উন্নতি করে উঠতে পারিনা।আমি যাই আগ্রহের সাথে আশা করি সেটা আমার হাতে চলে আসে কিন্তু সেটা আমি কখনোই ভোগ করতে পারি না। কখনো একটা ড্রেস খুব শখে কিনলেও আমার সেটা পড়াই হয় না। এরকম সব জিনিস।আমার এই ঘটনাটা প্রায়ই মনে পড়ে। এবং টেন্সড আমি। এসবের কি relate করে? এসব কি সত্যিই কোনো প্রব্লেম নাকি আমার ই ভুল ধারণা just।? আমার কি করা উচিত। পরামর্শ চাই।????