আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
82 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আস্সালামুআলাইকুম। আমি ১মেই একটি ঘটনা share করতে চাই।

❗আমি যখন প্রাইমারিতে পরি। একদিন দুপুর প্রায় ২/৩ টার মতো সময়ে আমি বাইরে যাই। আমাদের বাড়ির রাস্তায় আমার এক পরিচিত cousin বোনের সাথে দেখা হয়। তিনি আমাকে বললো আমার বড়ো বোনকে ডেকে আনতে, আমি তাই করি। কিন্তু আমার বোন আমাকে বললো সে আসবে না। ওনাকে গিয়ে মিথ্যে বলতে যে ও busy আছে। আমি ফিরে এসে cousin কে মিথ্যাটাই বললাম। উনি তখনই আমাকে বললো তুই মিথ্যে কথা বলতেছোস, আমি সব শুনছি তোর বোন যা শিখাই দিছে তোকে। এরপর উনি আমাকে বললো"" কখনো জীবনে উন্নতি হবে না তোর,,, তোর কখনো পড়াশুনা ভালো হবে না "।।।।

*যে জায়গাটায় আমরা দারিয়ে কথা বলেছিলাম আমাদের বাড়ির প্রায় মানুষ সেখানে জিনের শিকার হয়েছে। এখানে অনেককেই পানিতে চুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল অনেক বার। আমার cousin থেকে পড়ে আমরা প্রায় শুনতাম যে উনি প্রায় রাতে স্বপ্নে দেখতো উনি অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন। ওনার ২৯/৩০ বছর বয়সে বিয়ে হয়। উনি বিয়েতে অনেক আগ্রহী ছিলেন তারপর ও ওনাকে কেউ দেখতে আসলে বাসায় একপ্রকার ফিতনা হয়ে যেত।

❗আমি তখন থেকে এই অভিশাপ টাইপ কথাটা নিয়ে খুব টেন্সড ছিলাম। আমার ঐ সময় থেকেই কেন যেন মনে হতো।। আমার যে cousin টার সাথে আমার দেখা হয়েছিল। সে আসলে আমার cousin এর মতো চেহারার তো ছিল তারপর ও কেন যেন আমার কিছু ভিন্নতা feel হতো। মনে হতো যে এটা উনি ছিলই না ঐদিন।আমি সব সময় ই পড়ালেখাতে খুব ভালো। আমি খুব বেশি পড়াশুনা করতাম, আমি enjoy করি study। তারপর ও আমি কখনোই আমার আশা স্বরূপ রেজাল্ট করি না একদম এরপর থেকে কখনোই করি নাই। আমার সব এক্সামে আমি ২/৩ এর জন্য পিছিয়ে যাই। এডমিশনেও same অবস্থা। আমার কোনো জিনিসেই আসলে উন্নতি করে উঠতে পারিনা।আমি যাই আগ্রহের সাথে আশা করি সেটা আমার হাতে চলে আসে কিন্তু সেটা আমি কখনোই ভোগ করতে পারি না। কখনো একটা ড্রেস খুব শখে কিনলেও আমার সেটা পড়াই হয় না। এরকম সব জিনিস।আমার এই ঘটনাটা প্রায়ই মনে পড়ে। এবং টেন্সড আমি। এসবের কি relate করে? এসব কি সত্যিই কোনো প্রব্লেম নাকি আমার ই ভুল ধারণা just।? আমার কি করা উচিত। পরামর্শ চাই।????

1 Answer

0 votes
by (589,650 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উম্মে দারদা রাযি বলেন আমি আবুদ্দারদা রাযি কে বলতে শুনেছি,
রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন কোন বান্দা কোন ব্যক্তিকে অভিশাপ দেয়,তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতপর তা জমিনের দিকে নেমে আসে, তখন জমিনের দরজাগুলোও তার থেকে বন্ধ করে দয়ো হয়, অতপর তা ডানে বাঁয়ে ঘুরতে থাকে, যখন কোন উপায় না পায়, তখন যাকে অভিসম্পাত করা হয়েছে, সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। {সুনানে আবু-দাউদ-৪৯০৫} এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/63417

সু-প্রিয় পাঠকবর্গ!
আপনি মিথ্যা বলেছেন, এটা অন্যায় করেছেন।এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে এজন্য এই কথা অভিশাপের কারণ হতে পারে না। আপনারা অযথা ভয়ে আছেন। এই অভিশাপ আপনাদের উপর পড়বে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...