আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
107 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
১। পিতার কোন সঞ্চিত অর্থ আছে কিনা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারে কিনা?
২। পিতা সঞ্চিত অর্থ কোন খাতে ব্যয় করেছে  তা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারে কিনা?
৩। কোন এক সন্তান বিপদে পড়েছে বিধায় পিতা তাকে ১০ লাখ(উদাহরুন স্বরুপ) টাকা দিয়ে সাহায্য করেছে। এই কারনে কি অন্য  সকল সন্তানরা পিতার কাছে ১০ লাখ করে টাকা দাবি করতে পারে?
৪। ধরে নিচ্ছি পুত্রবধুর  শ্বশুর শাশুড়ীর প্রতি কোন দায়িত্ব কর্তব্য নেই, কিন্তু কোন স্ত্রী কি শ্বশুর শ্বাশুড়ীকে স্বামীর বাসায় থাকতে দিতে আপত্তি করার অধিকার রাখে?
৫। যদি স্ত্রী অন্যায় ভাবে পিতা-মাতার কে বাসায় থাকতে দিতে রাজি না হয়, তাদের কে সম্মান না করে এই রকম স্ত্রীর সাথে সংসার করা জায়েজ কিনা?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পিতার কোন অর্থ সঞ্চিত আছে কি না? তা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারবে না।
(২) পিতা সঞ্চিত অর্থ কোন খাতে ব্যয় করেছে? তা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারবে না।
(৩) কোন এক সন্তান বিপদে পড়ার দরুণ পিতা যদি তাকে মোটা অংকের টাকা দিয়ে সাহায্য করে, তাহলে এই কারনে অন্য সকল সন্তানরা পিতার কাছে ১০ লাখ করে টাকা দাবি করতে পারবে না। তবে পিতার উচিৎ, সকল সন্তানকে সমান ভাবে দেখা। কোনো সন্তানকে কোনো কারণে কিছু দিলে অন্যদেরকেও সেই পরিমাণ দেওয়া যদিও তা ওয়াজিব না।
(৪)  স্ত্রী তার শ্বশুর শ্বাশুড়ীকে স্বামীর বাসায় থাকতে দিতে আপত্তি করতে পারবে না।কেননা ছেলের সবকিছুর মালিক তার বাবা। হ্যা, নিজের জন্য পৃথক ঘর বা বাসার আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে স্বামীর নিকট থেকে চিকিৎসা সুবিধা হারাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/430

(৫) স্ত্রী শশুড় শাশুড়ীকে বাসায় থাকতে দিতে রাজি না হয়, তাদের কে সম্মান না করে, এই রকম স্ত্রীর সাথে সংসার করা জায়েয হলেও স্ত্রীকে নরমভাবে বুঝানো স্বামীর উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...