ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পিতার কোন অর্থ সঞ্চিত আছে কি না? তা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারবে না।
(২) পিতা সঞ্চিত অর্থ কোন খাতে ব্যয় করেছে? তা জানার জন্য সন্তান গোয়ান্দাগিরি করতে পারবে না।
(৩) কোন এক সন্তান বিপদে পড়ার দরুণ পিতা যদি তাকে মোটা অংকের টাকা দিয়ে সাহায্য করে, তাহলে এই কারনে অন্য সকল সন্তানরা পিতার কাছে ১০ লাখ করে টাকা দাবি করতে পারবে না। তবে পিতার উচিৎ, সকল সন্তানকে সমান ভাবে দেখা। কোনো সন্তানকে কোনো কারণে কিছু দিলে অন্যদেরকেও সেই পরিমাণ দেওয়া যদিও তা ওয়াজিব না।
(৪) স্ত্রী তার শ্বশুর শ্বাশুড়ীকে স্বামীর বাসায় থাকতে দিতে আপত্তি করতে পারবে না।কেননা ছেলের সবকিছুর মালিক তার বাবা। হ্যা, নিজের জন্য পৃথক ঘর বা বাসার আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে স্বামীর নিকট থেকে চিকিৎসা সুবিধা হারাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/430
(৫) স্ত্রী শশুড় শাশুড়ীকে বাসায় থাকতে দিতে রাজি না হয়, তাদের কে সম্মান না করে, এই রকম স্ত্রীর সাথে সংসার করা জায়েয হলেও স্ত্রীকে নরমভাবে বুঝানো স্বামীর উচিৎ।