আইনজীবি যদি ন্যায়ের পক্ষে থাকেন,ইসলাম বিরোধী কিছু না করেন তবে তার পেশা হালাল।কিন্তু কোন আত্মীয়/পরিচিত মানুষ যিনি আইনজীবি তিনি কিভাবে ওকালতি প্র‍্যাক্টিস করেন।অন্যায়ের পক্ষে নেন কিনা,হারাম কিছু করেন কিনা।তা তো তার ফ্যামিলি বা প্রতিবেশীদের জানার কথা না।
একারণে আমি আইনজীবী র ইনকাম খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি।আমার একাজ কি ঠিক হচ্ছে?সার্বিক ভাবে একজন আইনজীবির বাড়িতে দাওয়াত খাওয়া কি জায়েজ হবে?