আমার এক দ্বীনি বোন তার স্বামি বিদেশ ফিরত কনো কাজ কর্ম নাই বর্তমানে,ওর স্বামিকে একটা অটো কিনে দিয়ে কর্মের ব্যবস্থা করে দিতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ,এদিকে ঋনের বোঝা অনেক। ওদের কে সাহায্য করতে চাচ্ছি কিন্তু ওর স্বামির ঋন আছে কিস্তি থেকে টাকা তুলেছিলো, প্লাস মানুষের কাছেও সুদে টাকা এনেছিলো,।অটো চালিয়ে যে টাকা পাবে সেটা দিয়ে নিজের সংসার চালাবে আর ঋণের টাকাও শোধ করবে কিস্তির টাকা আর মানুষের কাছ থেকে সুদের টাকা শোধ করতে গেলে কি আমরাও সুধের সাথে জড়িয়ে গেলাম?আমাদের কি গুনাহ হবে?