আসসালামু আলাইকুম শাইখ। আমার বাবা-মা দুজনেই চাকরী করেন এবং দীর্ঘদিন অনেক কষ্টে টাকা জমিয়ে তাদের বিয়ের ১৮ বছর পর একটা বাড়ি করেছেন। বাড়ি তৈরিতে আমার আব্বু আম্মু দুজনেরই প্রায় সমান কন্ট্রিবিউশন আছে। আমরা দুইবোন, কোনো ভাই নেই। আমার চাচার দুই ছেলে আছে, তবে চাচা মৃত। বড় মামা জীবিত, এক ছেলে আছে। ছোট মামা মৃত, এক ছেলে আছে। আমার প্রশ্ন হলো, যে মামা এবং চাচা মারা গেছেন, তাদের ছেলে সন্তানেরা আমার বাবা-মায়ের সম্পত্তি থেকে ভাগ পাবে? নাকি কেবল জীবিত মামা আর তার ছেলে ভাগ পাবে? তারা যদি শরিয়তসম্মতভাবে ভাগ পায়, তাহলে আমার বাবা-মা তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করতে চান না। তবে আমরা দুজনে যেহেতু মেয়েমানুষ, তাই বাবা-মায়ের অবর্তমানে আমাদের দুই বোনকে যেন অনিরাপত্তা এবং অনিশ্চয়তায় পড়তে না হয়, এজন্যে আমাদের ভাগে বাড়িটা লিখে দিতে চাইছেন। আর তাদের প্রাপ্য অংশটা আমার বাবা-মায়ের অন্যান্য জমিজমা থেকে লিখে দিবেন, ইনশা আল্লাহ। এমতাবস্থায় এমনটা করা কি জায়েয হবে? নাকি আমার বাবা-মা এতে গুনাহগার হবেন?