আসসালামু আলাইকুম!
আমার প্রায় ২ থেকে ২.৫ ভরি কিছু কম অথবা বেশি স্বর্নের গহনা আছে। জমানো কোনো টাকা নেই, তবে জিলহজ্জের ১০-১২ তারিখে ৬ হাজার টাকা কাছে ছিল, এখনও আছে। আমার কি এবারে কুরবানি ওয়াজিব হয়েছিল?
প্রতি মাসে আমার কাছে ৩-৪ হাজার টাকা আসে যা আমি খরচ করি। চাইলে আমি জমিয়ে কুরবানি দিতে পারি। সেক্ষেত্রে কি আমি কুরবানি দিতে পারব?