১। কেউ এমনিতেই জুদি বলে যে এই জায়গায় এই ঘতনা ঘটবে সেই ক্ষেত্রে জুদি সেরকম ঘটে আর বিশ্বাস করা হয় যে এটা আল্লাহর জন্যই হয়েছে তাহলে তো শিরক হচ্চে না আর সেই ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সে যে কথা বলল সেটা কি মিথ্যা হল কি কারন এটা তো ঘটে গেছে ?
২। এই বিষয়ে জ্ঞান অর্জন করা কি ফরজ প্রত্যেক মুসলিম এর জন্য ?