রোজা ছিলাম। বাজারে গিয়ে শশুর ও স্ত্রীর ভাই এর সাথে হোটেলে নাস্তা খেয়ে ফেলি। বেশির ভাগ খাবার খাওয়ার পর মনে পড়লো যে আমি রোজা আছি। মনে পড়ার পর আর খাইনি।
সাথে আমার নিজের ভাই ও ছিল। সেও রোজা ছিল। সে আমার পিছনের টেবিলে ছিল। তার মনে ছিল যে সে রোজা আছে তাই সে নাস্তা খায়নি। কিন্তু আমি রোজা আছি জেনেও সে আমাকে খেতে নিষেধ করে নি। আমার যখন স্মরণ হয় তখন তাকে গিয়ে বলি যে আমরা তো রোজা আছি। আমাদের তো খাওয়া যাবে না। সে বলে আমি খাইনি। তখন তাকে বললাম আমাকে কেন খেতে নিষেধ করে নি। তারপর সে বলে সে নাকি আমাকে খেতে নিষেধ করতে চাইছিলো। কিন্তু সে দেখে যে আমি ইতিমধ্যেই খেতে শুরু করেছি তাই সে আমাকে নিষেধ করে নি।
প্রশ্ন :
আমি জানি যে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা হয়।
কিন্তু আমার ভাই আমি রোজা আছি জেনেও আমাকে খেতে নিষেধ করে নি এতে কি আমার রোজা হবে?