আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১/কারো ইনকাম যদি হারাম হয় এবং তিনি যদি কয়েক শরীকে কুরবানি দিয়ে থাকেন এবং উনার সাথে শরীকে যারা কুরবানি দিয়েছেন তাদের ইনকাম যদি হালাল হয় তাহলে যেই লোকটির ইনকাম হারাম সেই লোক যদি আমাদের জন্য কুরবানির গোস্ত পাঠায় আমরা কি সেটা গ্রহণ করলে হারাম হবে?
২/পরিবারের মানুষ গুলা খুব গিবত করে।বলা যেতে পারে যে সারাটা দিন তাদের গিবতের উপরেই চলে।আমি বারণ করলেও শুনেনা।এজন্য আমি বেশির ভাগ সময় চুপ করে থাকি।তবে অন্তরে ঐ সব গিবতে সায় দিইনা।উনাদের সামনে থেকে কোথাও চলে যাওয়ার উপায় নেই।কারন ঘর এতোটাই ছোট যে যেখানেই যাবো তাদের কথা শুনা যাবেই।এমন অবস্থায় আমি যে চুপ করে থাকি এজন্য কি আমার গুনাহ হবে?
৩/প্রতিবেশীরা গিবত করলে বা গালি দিলে আমাদের ঘর থেকে সেটা স্পষ্ট শুনা যায়।এমন অবস্থায় আমি যদি উনাদের গিয়ে গিবত করতেনা নিষেধ করি সেটা অদ্ভুত দেখা যায়।তাছাড়া উনারা প্রচুর গিবত করে এবং নোংরা ভাষায় কথা বলে,এমন অবস্থায় আমি উনাদের আর কত নিষেধ করতে পারি।এখন আমি যদি এসব গিবত এবং গালি কে অন্তর থেকে ঘৃনা করি তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো?