আসসালামু আলাইকুম
আমার বাবার কাছে অন্য একজনের প্রায় ২ লক্ষ টাকা আমানতসরূপ রয়েছে। এটার জন্য বাবার উপর কি যাকাত এবং কুরবানী ওয়াজিব হবে?
আমার ছোট বোনের কাছে ১ লক্ষ এবং আমার কাছে ১ লক্ষ টাকার মত জমা আছে। আমরা ২ বোন ই অবিবাহিত। এছাড়া আমাদের কারো কাছেই নেসাব পরিমাণ স্বর্ণ বা রূপা নেই।
১। আমাদের জমাকৃত টাকার জন্য কি আমাদের প্রত্যেকের উপর আলাদা করে কুরবানী ওয়াজিব হয়েছে?
২।আমরা ৩জন মিলে একটি খাসি জবাই দিলে কি কুরবানী আদায় হবে?
৩। কুরবানীর ক্ষেত্রে যারা যারা শরীক হবো আমাদের প্রত্যেকের নাম উল্লেখ করা কি জরুরি নাকি নাম প্রকাশ না করে শুধু কুরবানী পশু কেনায় শরীক হওয়া এবং নিয়্যাত করলেই কুরবানী আদায় হয়ে যাবে?
৪। যদি আরো ২জন এর সাথে শরীক হয়ে গরু জবাই দেওয়া হয়। সেক্ষেত্রে পশু কেনার টাকার ভাগ কি সমান হওয়া জরুরি নাকি যার যার সামর্থ্য অনুযায়ী শরীক হতে পারবেন? সেক্ষেত্রে শরীকদার প্রত্যেকের বন্টন কি রূপ হবে? টাকার অনুপাতে?
৫। কুরবানী আদায়ের জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করা আবশ্যক? এটার নির্দিষ্ট কোন মানদন্ড রয়েছে কি?
৬।বেনামাযী বা নিয়মিত নামায পড়েন না এমন কেউ কুরবানী তে শরীক হলে কি কুরবানী আদায় হবে?