আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। আমার স্বামী ফ্রিল্যান্সিং করে। উনার কখনো কাজ থাকে কখনো থাকে না। কয়েকমাস কাজ করলে নিসাব পরিমাণ সম্পদ হয়। কিন্তু পরে আবার যখন কাজ থাকে না, সেই টাকা দিয়ে আমাদের চলতে হয়। এভাবে ৬ মাস কাজ করলে ৬ মাস কাজ থাকে না। উনি অসুস্থতার জন্যও কাজ করতে পারে না লম্বা সময়ের জন্য।বেশিরভাগ সময় উনি অসুস্থ থাকেন। যে সময় উনি কাজ করতে পারে না তখন আমাদের খুবই খারাপ সময় কাটে। উনি নওমুসলিম তাই আমাদের হেল্প করারও কেউ নেই। আমাদের ৬/৭ মাসের টাকাগুলো দিয়েই বাকি মাস চলতে হয়। গত বছর আমাদের ১ লাখ টাকা ছিলো। এরপর সেই টাকা দিয়ে চলছি আমরা এতো মাস। এখন যদি আবার উনার কাছে ১ লাখ হয় তাহলে কি উনার উপর যাকাত,কুরবানি ওয়াজিব হবে??