ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানির গোশতকে তিনভাগে ভাগ করা সুন্নত। এক ভাগকে সদকাহ করা হবে। এবং এক ভাগকে আত্নীয় স্বজনদের মধ্যে বন্টন করা হবে বা রান্না করে খাওয়ানো হবে। এবং অবশিষ্ট এক ভাগকে নিজের জন্য রাখা হবে।
(قَوْلُهُ: وَنُدِبَ إلَخْ) قَالَ فِي الْبَدَائِعِ: وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقْرِبَائِهِ وَأَصْدِقَائِهِ وَيَدَّخِرَ الثُّلُثَ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْهَا، وَلَوْ حَبَسَ الْكُلَّ لِنَفْسِهِ جَازَ؛ لِأَنَّ الْقُرْبَةَ فِي الْإِرَاقَةِ وَالتَّصَدُّقِ بِاللَّحْمِ تَطَوُّعٌ. (قَوْلُهُ: وَنُدِبَ تَرْكُهُ) أَيْ تَرْكُ التَّصَدُّقِ الْمَفْهُومِ مِنْ السِّيَاقِ. (قَوْلُهُ: لِذِي عِيَالٍ) غَيْرِ مُوَسَّعِ الْحَالِ بَدَائِعُ."
( كتاب الأضحية، ۶ / ۳۲۸، ط: دار الفكر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরবানির পর পশুর গোশতকে বাবা-মায়ের জিম্মায় দিয়ে দিতে পারবেন। কুরবানি আদায় হতে কোনো সমস্যা নেই। বাবা-মা নিজেরা যেভাবে মন চায় গোশত ভাগ করে বন্টন করবেন বা নিজেদের জন্য রেখেও দিতে পারেন। তাদেরকে একটু ইশারা দিয়ে দিতে হবে যে, মুস্তাহাব ত্বরিকা হল, তিনভাগে বন্টন করা।