শায়খ আমি একজন মেয়ে। গতবছর আমি কুরবানীর গোশত দিয়ে দিনের প্রথম আহার করি, সূর্যাস্তের আগেই আলহামদুলিল্লাহ।
কিন্তু আত্নীয়দের মধ্যে কেউ বললেন যে,এটা নাকি বিদয়াত হয়েছে।এই সুন্নত নাকি শুধু কুরবানী দাতা পুরুষের জন্য সুন্নত আমল।
আমার প্রশ্ন হলো:
১.মেয়ে হিসেবে কুরবানীর গোশত দিয়ে প্রথম আহার করাটা কি বিদয়াত??