السلام عليكم و رحمة الله و بركاته
কোনো ব্যবসায়ী যদি উনার শপে এমন একটা অফার আনেন যে " একটা কিনলে একটা ফ্রি " কিন্তু প্রোডাক্ট এর খরচ তিনি মেইন প্রোডাক্ট এর সাথে যুক্ত করে কাস্টমার থেকেই নিলেন, নির্ধারিত মূল্যের থেকে কিছুটা কমিয়ে। এখন অনেক কাস্টমার তো এটা ভাবেন যে তিনি নিজে লাভ হচ্ছেন, তাকে ফ্রি হাদীয়া দেওয়া হচ্ছে। বা ফ্রি অফার পেয়েই কিনেন এমন। অথচ টাকাটা তো নিজেই দিচ্ছেন! সেটাকে পুরোপুরি ফ্রি বলে প্রমোট করা যখন হয় তখন -
১. এটা মিথ্যা/প্রতারণার শামিল হবে উস্তায? গুনাহ হবে? (যেহেতু ফ্রি বলে অল্প হলেও কাস্টমার থেকেই টাকা পাব, এক্ষেত্রে প্রতারণা হচ্ছে কিনা। আর এইভাবে পোস্ট দেয়া মিথ্যা হচ্ছে কিনা সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে)
২. এমন পোস্ট প্রমোট করতে সাহায্য করলে কি গুনাহ হবে?
৩. সেই প্রোডাক্ট কেনা কি ঠিক হবে? (As a customer)
যদি সেই ফ্রি প্রোডাক্ট নির্দিষ্ট করা না থাকে, বা পছন্দ করে নেওয়ার সুযোগ না থাকে।
৪. এক্ষেত্রে সেটা নেওয়া কি ঠিক হবে?
জানালে খুব উপকৃত হতাম। جزاك الله في الدنيا و الأخيرة..