আসসালামু আলাইকুম,
আমার কাছে ২৩ এপ্রিল ২০২৩ এ মোহরানা বাবদ ১লাখ ৪০ হাজার টাকা ছিল। স্বর্ণ ছিল ১০ আনার মত। পরবর্তীতে ১১আগস্ট ২০২৩ এ আরও ২ভরীর মত স্বর্ণ উপহার পাই। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে ১লাখ টাকা স্বামীকে ধার হিসেবে দেই, যা তিনি খরচ করেছেন এবং তার পক্ষে এ টাকা একবারে দেয়া সম্ভব নয় বর্তমানে। তিনি আস্তে আস্তে সে টাকা পরিশোধ করবেন। আরও কিছু টাকা এপ্রিল মাসে ধার দেবার পর বর্তমানে আমার হাতে ২৪৫০০ টাকার মতো আছে আর সাথে সেই ২ভরী ১০ আনার মত স্বর্ণ আছে। আমার উপর যাকাত কত আদায় করা ফরজ? কুরবানী ওয়াজিব কি? আমি কুরবানি করতে চাইলে সেক্ষেত্রে আমার স্বামীর পক্ষে যদি না দেয়া সম্ভব না হয় আমি এই জমানো টাকা থেকেই তা দিতে হবে। সেক্ষেত্রে আমার যাকাতের হিসাব টা কত আসবে?