ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি এই টাকা থেকে অন্য কোন কাজে ব্যবহার করতে পারবেন।
দ্বিতীয় প্রসঙ্গ
(১) প্রতি মাসের আয়ের একটা নির্দিষ্ট একটা অংশ দান সাদাকার জন্য নিয়ত করে জমালে কাজটা উত্তম হবে। নিজের প্রতি জুলুম করা হবে না।
তৃতীয় প্রসঙ্গ
(১) সম্পদ ব্যয় করার রাস্তা খোলা থাকার পরে যদি ব্যয় করা হয় তাহলে আয় বেড়ে যায় এবং সম্পদ ব্যয় করার রাস্তা খোলা থাকার পরেও যদি ব্যয় না করা হয়, তাহলে আয় কমে যায়। অবশ্যই নেক কাজে ব্যয় হতে হবে।এবং অপচয় করা যাবে না।
(২) নেক কাজের জন্য এবং পরিবারের জরুরত পূর্ণ করার জন্য টাকা জমানো জায়েজ হবে। গোনাহের কাজের জন্য টাকা জমানো জায়েজ হবে না।
+১)নামাজে দেরি করে যাওয়া মুনাফিকির আলামত।সুতরাং পরিহার করতে হবে।
(২) অনিচ্ছাকৃম গাইলে কোনো সমস্যা হবে না।ইচ্ছাকৃত গাওয়া কখনো উচিৎ হবে না।