আসসালামু আলাইকুম,
ধরুন আমি একটা ব্যবসা দিতে চাচ্ছি। এই ব্যবসার জন্য ডিজাইন, প্রোডাক্ট ফটোশুট ইত্যাদি কাজের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন যেই সফটওয়্যারটি কেনার সামর্থ আমার এই মুহূর্তে নেই। অনলাইনে থার্ড পার্টি কেউ সেই সফটওয়্যারটি ক্র্যাক করে উন্মুক্ত করে দিলো। এখন এই ক্র্যাক করা সফটওয়্যার নামিয়ে যদি আমি আমার "কখগঘ" নামক পণ্যের ব্যানার তৈরি করি, এবং সেই ব্যানার দেখে আকৃষ্ট হয়ে কেউ পণ্যটি ক্রয় করে তাহলে কী ওই টাকা হালাল হবে? যেহেতু পণ্যটি বিক্রয়ের পিছনে ভূমিকা ছিল ব্যানারটির আর ব্যানার বানালাম ক্র্যাক সফটওয়্যার দিয়ে।
জাযাকাল্লাহু খাইরান