Assalamuaikom
আমার বাবা একজন ব্যবসায়ি। ওনার ব্যবসা হালাল তবে বছর খানেক আগে ওনার ব্যাংকে একাউন্টে কিছু টাকা রাখা ছিল ওখান থেকে কিছু লাভ জমা ছিল তিনি ওই লাভের টাকা ওনার ব্যাবসায় ঢুকিয়ে ফেলে এখন আমি ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করতে চাই। এখন ওনার এই ব্যবসার মধ্যে সুধের টাকা ঠুকানোর কারনে ওনার কাছ থেকে টাকা ধার নেওয়া আমার জন্য জায়েজ হবে কি? আমি ওনার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করে এই ব্যবসার টাকা থেকে ওনার টাকা আবার ফিরিয়ে দিবো এটা আমার জন্য হালাল হবে কি??
টাকা ধার করাটা অনেক জরুরি দয়া করে বিস্তারিত জানাবেন।