আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
107 views
in কুরবানী (Slaughtering) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার  সম্পদ রয়েছে, বিভিন্ন ফসল উৎপাদন হয়,সেখান থেকে নিজের পরিবার পরিচালনা করি, অনেক সময় ফসল আমাদের পারিবারিক চাহিদার চেয়ে বেশি থাকে,সেগুলো বিক্রি করে নেসাব পরিমাণ হয়না,অথবা নগদ অর্থ হাতে নেই, কিন্তু জমির মুল্য নেসাব পরিমাণের চেয়ে বেশি আমার উপর কি কোরবানী ওয়াজিব?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যতটুকু ফসল দ্বারা এক বৎসর অতিবাহিত হয়, ততটুকু ফসল উৎপাদন হতে যতটুকু জায়গার প্রয়োজন। ততটুকু জায়গার বেশী যদি কারো মালিকানায় থাকে, এবং তা ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। নতুবা কুরবানি ওয়াজিব হবে না।

বেহেশতি জেওর কিতাবের হাওয়ালা দিয়ে দারুল উলূম দেওবন্দ থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয়েছে,
اگر کسی کے پاس اتنی زائد زمین (یعنی جس کی پیداوار پر گذارہ موقوف نہ ہو یاوہ زمین جو ایسے ہی خالی پڑی ہو) ہے جس کی مالیت ساڑھے باون تولہ (۶۱۲/ گرام ۳۶۰/ ملی گرام ) چاندی کے برابر یا اس سے زائد ہو شرعاً اس پر قربانی واجب ہے۔ (مستفاد از بہشتی زیور: ۳/۳۴، مسئلہ: ۳، اختری، فتاوی ہندیہ ۱/۲۱۸، الباب الأول في تفسیر الحج، ط: زکریا)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...