আমি একটি চাকুরী করতেছি, স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকি। এইখানে চাকুরী রিজাইন দিছি কিন্তু আরো দুই মাস চাকুরী করে দিতে হবে রিজাইন এর পরেও। আমি মঝে মাঝে সিফট পরিবর্তন করে বি-সিফট এ যাই বস কে না জানিয়েই। তাই আজকে এক ভাই বললো, "বি-সিফট এ আসিলে বস কে এস এম এস জানিয়ে দিবা যে বি-সিফট এ আসবা, শেষ"। তখন চুপ ছিলাম। পরে বললাম ভাই আমি তো আগামি কালকে অফিস এ আসবো না, আমার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে যাবো। পরে বললো বস কে এস এস দিবা যে, " স্ত্রী কে নিয়ে তোমাদের বাড়িতে যাবা, শেষ"। তখন ও চুপ ছিলাম। শেষ দ্বারা ভাই হয়তো বুঝিয়েছে এস এম এস ই যথেষ্ট অফিস এর বেপারে।
কিন্তু পরে আমার মাথায় চিন্তা আসতেছে। ভাই যদি অন্য কিছু বুঝিয়ে থাকে? আর যদি তখন আমি মাথা নাড়িয়ে থাকি অথবা হ্যা বলে থাকি? যদিও আমি চুপ ছিলাম মাথায়ও নাড়ায় নি এমনটাই মনে পড়ে।
এমতাবস্থায় ভাই যদি অন্য কিছু বুঝিয়েও থাকে, আর আমি যদি বস কে এস এম এস দেই তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হবে?