বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
«الرُّؤْيَا عَلَى رِجْلِ طَائِرٍ، مَا لَمْ تُعْبَرْ، فَإِذَا عُبِرَتْ وَقَعَتْ» .
“স্বপ্ন হলো, উড়ন্ত পায়ের মতো। (যা ভালো ও খারাপ উভয়ের সম্ভাবনা রাখে) যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয়। যখন একটি ব্যাখ্যা দেওয়া হয় তখন তা বাস্তবায়িত হয়”।(ইবন মাজাহ, হাদীস নং ৩৯১৪; আবূ দাউদ, হাদীস নং ৫০২০)
সত্যবাদীর স্বপ্ন অধিকংশ সময়ই সত্য হয়।যেমন হাদীস শরীফে এসেছে....
و أصدق الرؤيا أصدقهم حديثا
তরজমাঃ-যারা সদা সত্য কথা বলবে তাদের অধিকাংশ স্বপ্নই সত্য হবে।(তিরমিযি-২২৭০)
যখন দিন রাত্রি বরাবর বা সমান সমান হবে তখন অধিকাংশ স্বপ্নই বাস্তব সম্মত হবে।(আবুদাউদ-৫০১৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
734
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে চাকু দ্বারা আঘাত প্রাপ্ত দেখার ব্যখ্যা শুভকর নয়। আপনি সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন।সকল প্রকার নফল ইবাদত করবেন।
(২) অনেক ব্যখ্যা হতে পারে, সর্বোত্তম ব্যখ্যা হল, হারাম মালকে আপনি পরিত্যাগ করবেন।
(৩) মন্দির দেখে থুথু নিক্ষেপ করা কখনো উচিৎ হবে না। তবে এতে হিন্দুদের হক নষ্ট হবে না।তাদের কাছে মাফ চাইতে হবে না।
(৪) অমুসলিমদের উপাসনালকে থুথু দিয়ে ঘৃনা করা যাবে না। হ্যা, অন্তরে ঘৃণা রাখতে হব।কেননা মন্দিরে শিরিক হয়ে থাকে।