আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
128 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম।
১, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমার মেডিকেল এ আমার অগ্রাধিকার আছে এতে করে আমার দূরসম্পর্কের আত্মীয় কিংবা জেলার নন মাহরাম পুরুষেরাও আমার কাছ থেকে সাহায্য চায় ডাক্তার দেখানোর ব্যাপারে।তারা আসলে তাদের সাথে কথা বলতে হয়।বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়।যেহেতু সরকারি মেডিকেল সেহেতু অনেক ভীড় থাকে এতে করে নন মাহরামের সাথে ধাক্কা লাগার সম্ভবনা থাকে।এই অবস্থায় আমি যদি তাদের সাহায্য করতে পারবো না বলি তাহলে কষ্ট পাবে সাথে আমার প্রতি খারাপ ধারনা করবে।আমার কি করা উচিত? দয়া করে জানাবেন।
২.মেডিকেল স্টুডেন্টদের সিরিয়াল ধরতে হয় না।তারা যখন ইচ্ছা ডাক্তার দেখাতে পারে। কিন্তু অনেক মানুষ তাদের আগে এসে লাইনে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে কি সে কিংবা তার কোনো আত্মীয় / পরিচিত কাউকে নিয়ে আগে যেতে পারবে যেহেতু কর্তৃপক্ষ থেকে বলা আছে তাদের অগ্রাধিকার দেয়ার কথা?

৩.অনেক সময় আমার কলেজের স্যার কিংবা পরিচিত অনেকে বলেন যে তাদের আত্মীয় অমুক জায়গায় কিংবা আমাদের হাসপাতালে ভর্তি আমি যেন সুযোগ পেলে তাদেরকে দেখে আসি।এক্ষেত্রে রোগী নন মাহরাম কিংবা রোগীর সাথের লোক নন মাহরাম তাদের সাথে কথা বলতে হয়।অনেক সময হিন্দু শিক্ষকও ফোন দিয়ে বলেন এরকম কথা। তাদের আদেশ মানা আমার জন্য কতটুকু জরুরি? উল্লেখ যে আমি পরিপূর্ণ পর্দা মেনে চলার চেষ্টা করি।

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
 ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦْ ﻭَﺭَﺍﺀِ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ 
অর্থ : আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। (সূরা আহযাব- ৫৩;)

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত,রাসূল সাঃ ইরশাদ করেন,
 ﻓَﺎﻟْﻌَﻴْﻨَﺎﻥِ ﺯِﻧَﺎﻫُﻤَﺎ ﺍﻟﻨَّﻈَﺮُ، ﻭَﺍﻟْﺄُﺫُﻧَﺎﻥِ ﺯِﻧَﺎﻫُﻤَﺎ ﺍﻟِﺎﺳْﺘِﻤَﺎﻉُ، ﻭَﺍﻟﻠِّﺴَﺎﻥُ ﺯِﻧَﺎﻩُ ﺍﻟْﻜَﻠَﺎﻡُ، ﻭَﺍﻟْﻴَﺪُ ﺯِﻧَﺎﻫَﺎ ﺍﻟْﺒَﻄْﺶ،ُ ﻭَﺍﻟﺮِّﺟْﻞُ ﺯِﻧَﺎﻫَﺎ ﺍﻟْﺨُﻄَﺎ، ﻭَﺍﻟْﻘَﻠْﺐُ ﻳَﻬْﻮَﻯ ﻭَﻳَﺘَﻤَﻨَّﻰ، ﻭَﻳُﺼَﺪِّﻕُ ﺫَﻟِﻚَ ﺍﻟْﻔَﺮْﺝُ ﻭَﻳُﻜَﺬِّﺑُﻪُ 
চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২} 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) লেখাপড়ার দরুণ আপনার হাতে সময় নেই বলে পরিস্কার আপনি জানিয়ে দিবেন। তাদেরকে নম্র ও ভদ্রভাবে বিষয়টি জানিয়ে দিবেন। এজন্য তারা কষ্ট পেলেও আপনার কোনো গোনাহ হবে না।
(২) কর্তৃপক্ষ থেকে ঘোষণা দেয়া থাকে যে, স্টুডেন্ট বা স্টুডেন্টদের আত্মীয় কিংবা পরিচিতদেরকে অগ্রাধিকার দেয়া হবে, তাহলে পর্দার আড়ালে থেকে সুপারিশ করা যাবে। কিন্তু সরাসরি তাদের সাথে দেখাসাক্ষাৎ করা ও কথাবার্তা বলা কোনোটাই জায়েয হবে না।
(৩) এভাবে নিজের পর্দা পুশিদাকে বিসর্জন দিয়ে মানুষের সহায়তা করা কোনোক্রমেই জায়েয হবে না। নিজেকে পর্দার ভিতরে রাখার সর্বোচ্ছ চেষ্টা করা ফরয।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...