আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
উস্তায আজকে আমি সোমবারের নফল রোজা রেখেছিলাম। ফজরের পর আমার বান্ধবীর আম্মু মারা যায়। আমি সকাল ৭টার দিকে সেখানে যাই এবং গোসল করানো, কাফন ইত্যদির সময় উপস্থিত ছিলাম। তখন সেখানে বসে আমি মনে মনে নিয়ত করি যে এই নফল রোজার সওয়াব আন্টিকে সাদাকা/ইসালে সওয়াবের নিয়তে দিয়ে দিব এবং সেই মোতাবেক আল্লহর কাছে দুআ করি যেন দিয়ে দেন।
কিন্তু সেখান থেকে আসার পথে আমার শরীর খুব খারাপ লাগতে থাকে, বিশেষত ওইখানে বসেই আগরবাতির গন্ধে আমার শরীর খারাপ লাগছিলো। বাসায় এসে আমি একটুখন ঘুমাই কিন্তু তার পরেও খারাপ লাগে। শরীরে বল পাচ্ছি না, অথচ সবে সাড়ে এগারটা বাজে। সন্ধ্যা পর্যন্ত কিভাবে থাকব এবং আরও কাজও আছে এসব চিন্তা করে পানি খেয়ে রোজা ভেঙে ফেলি।
এখন এই রোজা কাযা করলেই হবে না অন্য কিছুও করতে হবে যেহেতু আমি রোজার সওয়াবটা অন্য আরেকজনকে দিয়ে দিয়েছি। উস্তায একটু জানাবেন ان شاء الله
** আর আমি শাওয়ালের ৬ রোজা হায়েজ শুরু হয়ে যাওয়ায় পূর্ণ করতে পারি নি, এটা কি পূর্ণ করার আর কোনো উপায় আছে?**