الســـــــــــــــلام عليكم ورحمة اللّٰه وبركاته
শায়েখ,মেহেরবানী করে এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে একটু জানাবেন।
স্বপ্ন : ১
এক বোন‌ দেখেছেন যে, তিনি দ্বীনের জন্য পরিবার থেকে প্রচন্ড মানসিক জুলুমের শিকার, হালাত এমন যে, চারদিক সংকুচিত হয়ে আসছে মনে হচ্ছে! এরকমই এক রাতে তিনি অনেকক্ষণ জেগে আছেন পরিস্থিতির নাজুকতা নিয়ে চিন্তিত, হঠাৎ তাঁর মনে হলো কেউ তাঁকে এখান থেকে নিতে এসেছে, কে (কারা) , কিভাবে এসেছে বুঝতে না পারলেও,তিনি তাঁর ছোটবোনকে জানিয়ে নিজের কাপড় গুছিয়ে নিয়ে একটা কালো হিজাব/বোরকা পরে বেরিয়ে আসেন। এরপর তিনি নিজেকে আফগানে দেখলেন,একটা টাটা সুমো তে,তখনো গভীর রাত। তিনি অনেক আফগানি কে আশেপাশে দাঁড়ানো দেখতে পান (নিকাব পরে না থাকার কারণে তিনি অস্বস্তি বোধ করছিলেন) , যাঁদের মধ্য থেকে একজন এগিয়ে এসে তাঁকে গাড়ি থেকে নামতে বলেন (এরপর, গাড়ির চালক গাড়ি টি নিয়ে ফিরে যায়), এনার মুখ বোনটির স্পষ্ট মনে থাকে জেগে ওঠার পরও।
এর কিছুদিন পরই ইমারহ প্রতিষ্ঠিত হয়। আফগান মন্ত্রীসভার সদস্যগণের ছবি পত্রিকায় প্রকাশিত হয়,তখন মন্ত্রী গণের ছবি দেখতে দেখতে একজনের মুখ তাঁর খুবই চেনা চেনা লাগে, তারপর তাঁর মনে পড়ে এটাই স্বপ্নে দেখা সেই আফগানির মুখ,যিনি তাঁকে গাড়ি থেকে নামতে বলছিলেন!
(বোনটির বর্তমান হালাত স্বপ্নের সেই প্রথম অবস্থার মতোই নাজুক)
স্বপ্ন:২
এক বোন দেখেছেন, তাঁর বাড়ির পাশেই একটি জায়গা (লোকজন বেড়াতে আসে,এমন) তে তিনি একাকী (অন্যান্য দিন বান্ধবীদের সঙ্গে গেলেও) গেছেন (পুরোপুরি পর্দা করেই, যেরকম টা অন্যান্য দিন যান না), গিয়ে তিনি দেখতে পান সেখানে অনেক বড়ো আকৃতির একটা 'কালিমার পতাকা' উড়ছে, তিনি তো প্রচন্ড বিস্মিত হন, ভারতে,এসময়ে এই পতাকা! কিভাবে সম্ভব?! কেউ কিছু বলেনি! এরপর তিনি সেখানে কিছু গ্রাম্য মহিলাকে দেখেন (যাদেরকে আশেপাশেরই মনে হচ্ছিলো) এবং দেখেন তাঁর একজন (ছেলে) সহপাঠী সেখানে এসে সলাত পড়তে শুরু করলো,তারপর আরো একজন এসে সলাত আদায় শুরু করলো,এর কিছুক্ষণ পর আরো একজন এসে সলাতে দাঁড়ালো । বোনটি তখন ভাবছেন যে, এরা আলাদা আলাদা ভাবে কেন সলাত আদায় করছে? তিনজন থাকলে তো জামাআ'ত করতে হয়। এরকম ভাবতে ভাবতেই তিনি অন্যদিক দিয়ে যেতে গিয়ে খেয়াল করলেন তারা প্রত্যেকেই পূর্বমুখী হয়ে সলাত আদায় করছে!
স্বপ্ন:৩
এক বোন দেখেছেন, তিনি তাঁর বাড়ির সামনেই বসে আছেন, হঠাৎ করে সামনের পুকুরের ওপাশ থেকে একটা বিশালকায় গেরুয়া পতাকা উত্তোলিত হয়েছে(যেহেতু হঠাৎ দেখেছেন, তাঁর এমনই মনে হয়েছে), তিনি চরম আতঙ্কিত হয়ে গেছেন,এখনই এরকম মুসলিম অধ্যুষিত এলাকায়!
এই বোন প্রায়ই স্বপ্নে দেখেন, গেরুয়াধারী রা তাঁদের মহল্লায় ওদের 'জিনিসপত্র' নিয়ে চড়াও হচ্ছে,সকলে দিশাহারা ভাবে দৌড়াদৌড়ি করছে...(কারো মধ্যে প্রতিরোধের চিন্তা বা সাহস কোনোটাই নেই),তিনি তখন একটা হাতিয়ারের অভাব বোধ করেন প্রচন্ড!(স্বপ্নের মধ্যেই)।