আসসালামু আলাইকুম
১) পূর্ববর্তী তাওরাত আর ইঞ্জিল কি বর্তমানে কোথাও সংরক্ষিত আছে? নাকি আসল তাওরাত আর ইঞ্জিল হারিয়ে গেছে?
২) যাবূর কিতাবে মূলত কী আছে? এটাও কি বিকৃত হয়ে গিয়েছে? শুনেছিলাম এখানে আল্লাহর প্রশংসা আর দুয়া নিয়ে কবিতা আছে ১৫০ টা। আমার সেগুলো মুখস্থ করে পড়ার ইচ্ছা আছে। যেহেতু সেটাতে কোনো বিধান বর্ণিত হয় নি( আমার জানামতে) আর শুধু প্রশংসা আর দুয়াই উল্লেখ আছে, তাহলে সেগুলো পড়লে কি ইমানের কোনো ক্ষতি হওয়ার আশংকা রয়েছে?
৩) আর বর্তমান যাবূর কিতাবকে সম্মান করলে আর সেটার প্রতি ভালোবাসা পোষন করলে ইমানের কোনো ক্ষতি হবে??