১. আমাকে একজন বললো, পৃথিবীর সকল মেশিন কিভাবে তৈরি করা হয়েছে, যেমন বিমান, গাড়ি সব কিছু কোরআনে আছে। কিন্তু গবেষণা করে বার করতে হবে। এটা শুনে আমার কিছু টা ব্যতিক্রম লাগলো কারণ এমন টা শুনি নাই। যে মেশিন কিভাবে তৈরি তাও কোরআনে আছে। পরে সে বললো আমার জন্মতারিখ কতো তাও কোরআনে আছে। আমি তখন মনে মনে ভাবতেছিলাম, আমিও তাদের মতো ছোট বেলায় ভাবতাম সকল মেশিন রকেট বিমান কিভাবে তৈরি তা কোরআনে আছে। কিন্তু পরে তরজমা গুলো তে এমন কিছু পাই নি। পরে একজন হুজুরকে বলায় তিনিও তার কথায় সায় দিয়ে বললেন সব কিছুই কোরআনে আছে। তার পরে থেকে বড় ভাবনাশ পরলাম, মনে প্রন জাগলো জটিল জটিল গণিতের সমাধান ও কি কোরআনে আছে!
আমি জানতাম সব কিছু নিয়েই মৌলিক কিছু আলোচনা কোরআনে আছে অবশ্যই, কিন্তু সকল মেশিন কিভাবে তৈরী, সবার জন্মতারিখ ইত্যাদি ও কোরআনে আছে এবিষয়ে কি আকিদা রাখা উচিত, আমার এরুপ সন্দেহ তখন পোষনের ফলে কি ইমানের ক্ষতি হবে?
২. আমার স্ত্রী মজা করে করে হঠাৎ বলে, "আমি মরবো না"..ক্ষানিক।পরে বলে, ছোট বেলায় ভাবতাম, মানুষ মরে কেনো, আমি মরবো না চোখ খোলা রাকবো তাইলে মরা লাগবে না"
তার মজা করে আমি মরবো না বলায় কি কুফর হবে?