আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
উচ্চশিক্ষার জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে অনেকেই পড়তে যায়। ত এক্ষেত্রে এ জাতীয় সেবা দেয়ার জন্য অনেক কম্পানি কাজ করেন।
এজাতীয় কম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে দেয়া কি জায়েজ। যদি নিজ থেকে নারী ছবি এড না করে দেই? অনেক ক্ষেত্রেই তারা পুরুষের পাশাপাশি কিছু নারী ছবি ওয়েবসাইট এ এড করেন। যেমন কিছু স্টুডেন্ট বা টিচার এর ছবি। যদি জানা যায় তারা পরবর্তীতে নারী ছবি এড করবে তা জানা সত্ত্বেও নিজে ছবি এড না করে দিয়ে ওয়েবসাইট তৈরি করলেও কি এর জন্য গুনাহগার হতে হবে?
এছাড়া যেকোনো হালাল ব্যবসার বা সেবা প্রতিসঠান এর ওয়েবসাইট এর কাজ যদি করে দেয়া হয় কিন্তু নারী ছবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এড করবে জানা থাকে বা কাজ এর শেষে এড করে সেক্ষেত্রে এ জাতীয় ওয়েবসাইট বানানোর জন্য কি গুনাহগার হতে হবে বা বানানো জায়েজ হবে?