আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
82 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
1) আমি  একটি Consultancy firm এ জব  করি. এইখানে একটা স্টুডেন্ট এর  file সফল হলে কিছু টাকা বেতন এর বাহিরে দেওয়া হয়.  এই টাকা কি হালাল?
2) আমার এই চাকরি তে স্টুডেন্ট দের বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের application করা হয়.  এই ক্ষেত্রে মাঝেমধ্যে কিছু documents fake বানানো হয় যেইটা আমি বানাই না কিন্তু office এর অন্য একজন বানায়. আমার কাজ শুধু application করা এবং visa process করা. আমার প্রশ্ন হলো আমার এই চাকরি হালাল নাকি হারাম?

3) আমি জানি কুকুর পালা হারাম তার লালা এর জন্য এছাড়া অন্য কি কারণে কুকুর পালা হারাম? আমি যদি কুকুরকে vaccin দিয়ে রাখি তাহলে কি কুকুর পালতে পারবো? এছাড়া  বাজারে এখন অনেক নতুন breed এর কুকুর পাওয়া যায় এইগুলো কি পালা  জায়েজ হবে?

জাজাকাল্লাহু খইরান.

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)  Consultancy firm এ স্টুডেন্ট এর  file সফল হলে কিছু টাকা বেতন এর বাহিরে দেওয়া হলে,সেটা নাজায়েয হবে না। 
(২) যেহেতু আপনি সরাসরি ধোকার ও প্রতারণার কাজ করছেননা, তাই আপনার জব স্পষ্ট হারাম নয়, তবে যেহেতু ধোকা কাজে সহায়তা হচ্ছে, তাই মাকরুহ থেকে খালি নয়।

3) কুকুর যেখানে থাকবে, সেখানে ফিরিশতা প্রবেশ করেন না, সেই জন্য কুকুর পালন নিষেধ করা হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...