আসসালামু আলাইকুম
আমি আর আমার স্বামী মোবাইলে নরমাল কথা বলছিলাম,,তখন আমার স্বামী নিজের প্রসংশা নিজে করতেছে,,আর বলতেছে আমার বাকি বোনদের থেকে আমার বিয়ে সবচেয়ে ভালো হয়েছে,,,তখন আমি বলছি আমার বোনদের আমার থেকে ভালো বিয়ে হয়েছে,, তাদের ধন-সম্পদের অভাব নাই।।আমার বিয়ে খারাপ হয়েছে।।তখন আমার স্বামী বলে টাকাই কি সব,,আমি বললাম টাকার জন্যই তো এতকিছু,, টাকাই সব।।তখন আমার স্বামী বলে তাহলে তো তুমি কোন সন্ত্রাসকে বিয়ে করতে পারো,,অথবা কোন রাজনীতিবিদ কে বিয়ে করতে পারো।।তখন আমি বললাম তুমি কি এখন বিয়ে করতে বলতেছ নাকি আমাকে।।তখন আমার স্বামী বলে না,,মানে আমার স্বামী বুঝায়ছে তার সাথে বিয়ের আগে আমি কোন সন্ত্রাস কে বিয়ে করতে পারতাম ।।আমি বললাম তাহলে তো তুমি বলতা সন্ত্রাস কে বিয়ে করা উচিত ছিল।।তখন আমার স্বামী বলে আমি এটাই বুঝাইছি
যে আমাকে বিয়ে করার আগে টাকা দেখে করতে পারতা।।আর বলে তুমি যে বিবাহিত মনে ছিল না,, ভুলে গেছি।।
আমি
আমি বললাম তুমি কি ওই উদ্দেশ্য বলছো নাকি,, (মানে তালাক) তখন আমার স্বামী বলে ওই উদ্দেশ্য কেন বলবো।।,,আর বলে আমি ওই উদ্দেশ্য বলি নি।।।আর বলে আমার কোন তালাকের নিয়ত ছিল না।।।তারপর বলে তুমি সবকিছুতে ওই প্রসঙ্গ টেনে আনো কেন।।আমি তো তোমাকে ওই উদ্দেশ্য বলি নি
এখন হুজুর স্বামী যে বলছে তুমি তো কোন সন্ত্রাস কে বিয়ে করতে পারো- এ কথাটা যে বলছে তাতে কি সমস্যা হবে।।
আমি তার কাছে কোন তালাক চই নি।।কোন ঝগড়া ও হয় নি