আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
84 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম
১.আমি একবার কোটচাঁদপুর থেকে রাজশাহীর টিকিট কেটেছিলাম।কিন্তু ট্রেনে উঠেছিলাম মোবারকগঞ্জ থেকে।কোটচাঁদপুরে এসে সীটে বসেছিলাম।তখন মোবারকগঞ্জ থেকে কোটচাঁদপুর টিকিট পাওয়া গেলেও এখন পাওয়া যায় না।এখন কোটচাঁদপুর থেকে মোবারকগঞ্জ টিকিট পাওয়া যায়।এই টাকা টা শোধ করতে চাইছি।তাহলে কোটচাঁদপুর থেকে মোবারকগঞ্জ এর একটা টিকিট কিনে আমি যদি ট্রাভেল না করি তাহলে কি টাকা টা শোধ হবে নাকি টাকা টা কোথাও দান করে দিবো?


২.মাঝে মাঝে প্রয়োজনে বিমান বন্দর থেকে কমলাপুর যাওয়া লাগে।যে ট্রেন পাই সেইটা তে উঠে পড়ি বিমান বন্দর থেকে।স্ট্যান্ডিং টিকিট কাটি না।এই টাকা টাও শোধ করতে চাইছি।যে কোনো ট্রেনের বিমান বন্দর থেকে কমলাপুর টিকিট কেটে ট্রাভেল না করলে কি টাকা শোধ হয়ে যাবে?আর পরে এমন ভাবে ট্রাভেল করলে এই ভাবেই কি টাকা শোধ করা যাবে?


৩.একবার বনলতা ট্রেনের টিকিট কেটেছিলাম বিমান বন্দর থেকে কিন্তু ট্রেনে উঠছি কমলাপুর থেকে।তখন খেয়াল করিনি যে কমলাপুর থেকে রাজশাহী আর বিমানবন্দর থেকে রাজশাহী ভাড়া সমান নাকি? কিন্তু এখন দেখলাম যে সমান ভাড়া দেখায়।বুঝে পাচ্ছি না এই টাকা শোধ করা লাগবে নাকি লাগবে না?

1 Answer

0 votes
by (591,600 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
والحاصل: أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لايحل له ويتصدق به بنية صاحبه''. (5/99،مَطْلَبٌ فِيمَنْ وَرِثَ مَالًا حَرَامًا، ط: سعید)
মোটকথা, মালকে তার মূল মালিকের নিকটই ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়, এবং মালের মৌলিকতত্ত্ব যদি হারাম হয়, তাহলে উক্ত মালকে সওয়াবের নিয়ত ব্যতিত মালিকের পক্ষ থেকে সদকাহ করে দিতে হবে।(রদ্দুল মুহতার-৫/৯৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1900 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোট চাঁদপুর থেকে মোবারকগঞ্জ এর একটা টিকিট কিনে আপনি যদি ট্রাভেল না করেন, তাহলে এদ্বারা টাকাটা শোধ হয়ে যাবে। উক্ত টাকাকে কোথাও দান করা লাগবে না। ইতিপূর্বে যতদিন বিনা টিকেটে ভ্রমণ করেছিলে, সেই দিন সমূহকে আনুমানিক হিসেব করে,সেই পরিমাণ টিকেট কেটে নিবেন।

(২) যে কোনো ট্রেনের বিমান বন্দর থেকে কমলাপুর টিকিট কেটে ট্রাভেল না করলে, ট্রেনের পাওনা টাকা পরিশোধ হয়ে যাবে।

(৩) তখনকার সময়ে কমলাপুর থেকে রাজশাহী আর বিমানবন্দর থেকে রাজশাহীর ভাড়া সমান ছিলো কি না? একটু যাচাইবাচাই করে দেখে নিবেন। যত টাকাই হবে, সেই পরিমাণ ট্রেনের টিকেট করে ভ্রমণ না করলে পাওনা আদায় হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...