ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
والحاصل: أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لايحل له ويتصدق به بنية صاحبه''. (5/99،مَطْلَبٌ فِيمَنْ وَرِثَ مَالًا حَرَامًا، ط: سعید)
মোটকথা, মালকে তার মূল মালিকের নিকটই ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়, এবং মালের মৌলিকতত্ত্ব যদি হারাম হয়, তাহলে উক্ত মালকে সওয়াবের নিয়ত ব্যতিত মালিকের পক্ষ থেকে সদকাহ করে দিতে হবে।(রদ্দুল মুহতার-৫/৯৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1900
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোট চাঁদপুর থেকে মোবারকগঞ্জ এর একটা টিকিট কিনে আপনি যদি ট্রাভেল না করেন, তাহলে এদ্বারা টাকাটা শোধ হয়ে যাবে। উক্ত টাকাকে কোথাও দান করা লাগবে না। ইতিপূর্বে যতদিন বিনা টিকেটে ভ্রমণ করেছিলে, সেই দিন সমূহকে আনুমানিক হিসেব করে,সেই পরিমাণ টিকেট কেটে নিবেন।
(২) যে কোনো ট্রেনের বিমান বন্দর থেকে কমলাপুর টিকিট কেটে ট্রাভেল না করলে, ট্রেনের পাওনা টাকা পরিশোধ হয়ে যাবে।
(৩) তখনকার সময়ে কমলাপুর থেকে রাজশাহী আর বিমানবন্দর থেকে রাজশাহীর ভাড়া সমান ছিলো কি না? একটু যাচাইবাচাই করে দেখে নিবেন। যত টাকাই হবে, সেই পরিমাণ ট্রেনের টিকেট করে ভ্রমণ না করলে পাওনা আদায় হবে।