আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
77 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
reshown by
ঘরের একটা ঘটনা নিয়ে আব্বু আম্মুকে মারতেছে। মারতে মারতে এক সময় বড় একটা জিনিস নিয়ে মারতে ছিলো আমি নিজেকে ধরে রাখতে পারিনি।আব্বু কে ধাক্কা দিই। আম্মু কে বাচাতে। আব্বু নিছে পড়ে হাতে জোরে লাগে অনেক ব্যথা পায়। আমি আব্বুকে বলছি ইচ্ছে করে মন থেকে ধাক্কা দিই নাই। মাপ চাই তবুও মাপ করবে না। আববু বলতেছে আমি তার ঘায়ে হাত তুলছি  আমি শুনেছি ওয়াজে মা বাবা মাপ না করলে জাহান্নম ছাড়া আর কোন উপায় নাই। আমি ছোট থেকে বুঝ হওয়ার পর কখন মা বাবর সাথে বেয়াদবি করি নাই। আমি খুবই মানসিক ভাবে অসহায়। মাপ যেহেতু করবে না আর কি করা  আমার আর জাহান্নাম ছাড়া কি রইলো

1 Answer

0 votes
by (743,000 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
(وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা আহযাব-৫)

রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন। (সুনানে ইবনে মা'জা,-২০৪৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 4560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি আপনার বাবাকে স্বেচ্ছায় আঘাত করার নিয়তে কোনো ধাক্কা দেননি, তাই এখানে বাবার অবাধ্যতা বা বাবার প্রতি কোনো অন্যায় হয়নি। তারপরও আপনি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আবার বাবার কাছে ক্ষমা চেয়ে নিবেন। এরপরও বাবার মন সন্তুষ্ট না হলে, নিরবে বসে থাকবেন।বাবার প্রতি সর্বদা সহানুভূতিশীল থাকবেন। আপনার আখেরাত নষ্ট হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...