আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর,
এক বোনের ৬ ভরি সোনার গহনা ও নগদ ৪০ হাজার টাকা জমা আছে ১ বছরের বেশি সময় ধরে। উনার কি যাকাত দিতে হবে?দিতে হলে কীভাবে কত দিবে একটু জানালে উপকৃত হতেন মিন ফাদলিকুম।
এছাড়া নিত্য প্রয়োজনীয় অথবা মাঝেমধ্যে ব্যবহার করা হয় কিংবা ১ বছরের মধ্যে ১দিনও ব্যবহার করেন নি,ভবিষ্যতে হয়তো করবেন এরকম বস্ত্র, প্রসাধনী, সাংসারিক জিনিসপত্র ইত্যাদিরও কি যাকাত দিতে হবে?দিতে হলে কীভাবে হিসেব করবে?