আসসালামু আ'লাইকুম উস্তায। আমার একজন নিকটাত্তীয় এর পক্ষে প্রশ্ন করছি।
ধরুণ, আমি খ। আমার বস ক। আবার খ এর আন্ডারে ১০ জন কাজ করে। এখন, খ চাকরিতে বদলী হলো। সেজন্য ক সেই ১০ জনকে বললো, যেহেতু তোমাদের বস খ বদলী হয়ে যাচ্ছে, তোমরা ১০ জন মিলে কিছু দাও। তখন ১০ জন মিলে ১ লক্ষ টাকার প্রাইজবন্ড দিলো খ কে। অই ১০ জন যে তাদের হালাল কামাই থেকে দিয়েছে এমন নাও হতে পারে কারণ সরকারি অফিস, অনেক ঘুষ খাওয়ার সুযোগ থাকে। তারা গিফট হিসেবে দিয়েছে, উনাদের অফিসে এই গিফট এর কালচার খুব কমন।
এখন খ কি এটা ভোগ করতে পারবে? বা মসজিদ-মাদ্রাসায় দিতে পারবে? বা খ তার বাসার কাজের লোকের বিয়েতে সেই টাকাটা দান করতে পারবে? অই টাকার হুকুম কি হবে।