আসসালামুআলাইকুম। আমার স্বামী একদিন আমাকে বলেছে "ওই কাজটা আবার করলে আমার মুখ থেকে উল্টাপাল্টা কিছু বের হয়ে যাবে তখন তুমিও কাঁদবা আমিও কাঁদবো"
এ কথা বলার পর আমি আবারও ওই কাজটা করে ফেলি। করার পর আমার স্বামীকে জিজ্ঞেস করি আপনি কী ওই কথা দ্বারা আমাকে তালাক বুঝিয়েছেন? এরপর উনি উত্তর দেন 'না' তারপর আমি তাকে জিজ্ঞেস করি তাহলে কী বের হলে মানুষ কাঁদে (আমি বোঝাতে চেয়েছি তালাক বের হলেই তো কাঁদে, কিন্তু মুখে উচ্চারণ করিনি যে তালাক বের হলেই তো কাঁদে) তো আমার প্রশ্ন শুনে আমার স্বামী কিন্তু আমার মনের কথাটা বুঝেই বলেছেন "আবার করলে বলছি"। এখন প্রশ্ন হলো আমার স্বামী যে আমার মনের ভাবটার সঙ্গে একমত হয়ে বলেছেন " আবার করলে বলছি (তালাক উচ্চারন করেনি শুধু আবার করলে বলছি বলেছেেন)" এতে কী তালাক হবে? (আবার করলে বলছি এ কথা বলার পরও আমি কাজটা করেছি।)