আসসালামু আলাইকুম।
১) অমুসলিম স্টুডেন্ট টিউশন করানো জায়েজ হবে?
২) অমুসলিমদের বাসায় শরবত, পানি, পিঠা, দোকান থেকে কেনা খাবার গুলো কি খাওয়া যাবে?
৩) মহিলাদের জন্য কোন ওয়াক্তের নামাজ কোন সময়ে পড়া উত্তম? আজান দেওয়ার সাথে সাথে নাকি কিছুটা দেরি করে?
৪) কাউকে তার কাজকর্মের জন্য মনে মনে অপছন্দ করলেও সামনাসামনি ভালো ব্যবহার করা, এটা কি খারাপ কিছু? এমন করলে কি গুনাহ হবে?
৫) কেউ কেউ বলেন মহিলাদের মুখ নাকি না ঢাকলেও কোনো সমস্যা নেই মানে নিকাব পড়তে নিষেধ করে। পর্দার ক্ষেত্রে মুখ ঢেকে রাখা কি বাধ্যতামূলক?
৬) অজু ছাড়া কি মোবাইলে এপ থেকে কুরআন পড়া যাবে?
৭) ফরজ গোসল করার সময় তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া ও সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এ নিয়মে করলে কি ফরজ গোসল আদায় হবে? আমি জানতাম না ফরজ গোসলে কুলি এবং নাকি পানি একবার করে দিতে হয়।
৮) কয়েকটা গুনাহ থেকে বারবার তওবা করেও তওবার উপর অটল থাকতে পারছি না। অনেক দিন দূরে থাকলেও হুট করে আবার হয়ে যায়। এখন আর আগের মতো দৃঢ় ভাবে তওবা ও করতে পারছি না। মনের মধ্যে এমন একটা চিন্তা চলে আসে যে, আবার তো করেই ফেলবো। কিভাবে আমি গুনাহ গুলো থেকে একবারে সরে আসতে পারবো যেন আর কখনোই না হয় এসব গুনাহ।