আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
110 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
edited by
আসসালামু আলাইকুম।
১) অমুসলিম স্টুডেন্ট টিউশন করানো জায়েজ হবে?

২) অমুসলিমদের বাসায় শরবত, পানি, পিঠা, দোকান থেকে কেনা খাবার গুলো কি খাওয়া যাবে?

৩) মহিলাদের জন্য কোন ওয়াক্তের নামাজ কোন সময়ে পড়া উত্তম?  আজান দেওয়ার সাথে সাথে নাকি কিছুটা দেরি করে?

৪) কাউকে তার কাজকর্মের জন্য মনে মনে অপছন্দ করলেও সামনাসামনি ভালো ব্যবহার করা, এটা কি খারাপ কিছু?  এমন করলে কি গুনাহ হবে?

৫) কেউ কেউ বলেন মহিলাদের মুখ নাকি না ঢাকলেও কোনো সমস্যা নেই মানে নিকাব পড়তে নিষেধ করে। পর্দার ক্ষেত্রে মুখ ঢেকে রাখা কি বাধ্যতামূলক?

৬) অজু ছাড়া কি মোবাইলে এপ থেকে কুরআন পড়া যাবে?

৭) ফরজ গোসল করার সময় তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া ও সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এ নিয়মে করলে কি ফরজ গোসল আদায় হবে? আমি জানতাম না ফরজ গোসলে কুলি এবং নাকি পানি একবার করে দিতে হয়।

৮) কয়েকটা গুনাহ থেকে বারবার তওবা করেও তওবার উপর অটল থাকতে পারছি না। অনেক দিন দূরে থাকলেও হুট করে আবার হয়ে যায়। এখন আর আগের মতো দৃঢ় ভাবে তওবা ও করতে পারছি না। মনের মধ্যে এমন একটা চিন্তা চলে আসে যে, আবার তো করেই ফেলবো। কিভাবে আমি গুনাহ গুলো থেকে একবারে সরে আসতে পারবো যেন আর কখনোই না হয় এসব গুনাহ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
অমুসলিম স্টুডেন্ট টিউশন করানো জায়েজ আছে।

(০২)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু কিছু কাফেরের কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছেন। 

হাদীস শরীফে এসেছেঃ- 

আবু হুমাইদ আল-সাঈদি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাবুক যুদ্ধ করেছি। 'আয়লা'-র বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি সাদা রঙের খচ্চর উপহার দিয়েছেন এবং তাকে একটি চাদর দিয়েছেন।[সহিহ বুখারী (২৯৯০)]

আল-আব্বাস বিন আব্দুল মোত্তালিব হুনাইনের দিন সম্পর্কে বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সাদা রঙের খচ্চরের উপর ছিলেন; যে খচ্চরটি ফারওয়া বিন নুফাছা আল-জুযামি তাঁকে হাদিয়া দিয়েছিলেন।[সহিহ মুসলিম (১৭৭৫)]

আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত আছে যে: এক ইহুদী মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি বিষযুক্ত ভেড়া নিয়ে আসে এবং তিনি সে ভেড়া থেকে খেয়েছেন।[সহিহ বুখারী (২৪৭৪) ও সহিহ মুসলিম (২১৯০)]

আলী বিন আবু তালেব (রাঃ) থেকে বর্ণিত আছে যে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 'দুমাত' (একটি স্থান) এর 'উকাইদির' (রাজা) একটি রেশমী কাপড় হাদিয়া দিয়েছেন। তখন তিনি সেটা আলী (রাঃ) কে দিয়ে বললেন: "এটাকে কেটে খিমার (নারীর অবগুণ্ঠন) বানিয়ে ফাতেমাদেরকে দাও।"[সহিহ বুখারী (২৪৭২) ও সহিহ মুসলিম (২০৭১)]

ইমাম নববী রহঃ বলেন:
"এ হাদিসে কাফেরের হাদিয়া গ্রহণ করা বৈধ হওয়ার পক্ষে দলিল রয়েছে।"[শারহু মুসলিম (১৪/৫০)]

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
অমুসলিমদের বাসায় শরবত, পানি, পিঠা, দোকান থেকে কেনা খাবার গুলো খাওয়া যাবে।

তবে শর্ত হলো সেখানে যেনো কোনো হারাম বস্তু না থাকে।

(০৩)
আযান এখানে মূল বিষয় নয়।
ওয়াক্ত আসার সাথেই নামাজ পড়া উত্তম।
এটি প্রতিটি নামাজের ক্ষেত্রেই। 

(০৪)
এটা খারাপ কিছু নয়। 
এতে গুনাহ হবেনা। 

(০৫)
পর্দার ক্ষেত্রে নারীদের চেহারা ঢেকে রাখা বাধ্যতামূলক।

বিস্তারিত জানুনঃ- 

(০৬)
এ সংক্রান্ত জানুনঃ- 

(০৭)
এ নিয়মে গোসল করলে ফরজ গোসল আদায় হবে।

(০৮)
এক্ষেত্রে নেককার লোকদের সাথে বেশি বেশি উঠাবসা করতে হবে।
একাকী না থাকার পরামর্শ থাকবে। 
প্রয়োজনে মাহরামের সাথে মাস্তুরাত জামাতেও যেতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...