আসসালামু আলাইকুম
১।। আমার একটা ছোট মেয়ে আছে।।তো আমার মেয়ে যখন কান্না করে তখন আমার স্বামী মেয়েকে কোলে নিয়ে বলে মা কোথায়,, মা কোথায়।। মানে মেয়ের হয়ে সে কথাটা বলে।।আমি বলি তুমি মা কোথায় বলো কেন।।তখন আমার স্বামী বলে আমি তোমাকে কেন মা বলবো,,আমি তো আয়িশার (((আমার মেয়ের নাম আয়িশা)) মা কোথায় বলি।।।(((( মানে সে আমাকে মা বলে ন।।আমার মেয়ের হয়ে সে মা কোথায় এটা বলে)))) পরে বললাম তাহলে তুমি মা কোথায় কেন বলো,,আমি কি তেমার মা নাকি ?? আমার স্বামী বলে তুমি আমার মা হবে কেন ?? আমার মা তো এতো বিশ্রী না।।। এসব বলছে।।।এসব কথা কি জিহার হবে
২।।আমি একটা সবজি কাটতে গিয়ে বরম সবজি দেখিয়ে বলি এই সবজিটা আমার মতে কচি,,,তখন আমার স্বামী হেসে একটু অবাক হয়,,তারপর বলে তোমার থেকে ওনি কচি।।আমি বললাম ওনি কে,,আমার স্বামী বলে তোমার মা।।।পরে আমি তাকে বলি কোন উদ্দেশ্য একথা বলছো,,আমার স্বামী বলে কোন উদ্দেশ্য বলি নি।।আমি বললাম অন্য কোন উদ্দেশ্য বলোনি তো,,তখন আমার স্বামী বলে অন্য কোন উদ্দেশ্যে বলিনি।।।আমি বললাম কেন বললে তাহলে একথা,,,আমার স্বামী বলে মানে তোমার মা ও তোমার থেকে জোয়ান এটা বুঝিয়েছি।।।হুজুর তার কোন উদ্দেশ্য ছিল না,,এতে কি জিহার হবে।।