আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ শাইখ,

আমি রিসেন্টলি হুরমতে মুসাহারাত সম্পর্কে জানতে পেরেছি। আমি একজন বিবাহিত মেয়ে,আব্বুর বাসায় এসেছি কিছুদিনের জন্য। বাসায় একটা খাওয়া-দাওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ তর্ক বিতর্ক হয়, এমনকি আব্বু আমাকে মারতেও আসে। অনেক মাথা গরম করে। আমিও অনেক কান্না করি,অনেক মাথা গরম হয়।এরপরের দিন আমি আব্বুর রুমে যেয়ে বলি,আমার কোনো ভুল হলে মাফ চাই। তখন রুমে আমার আম্মুও ছিলো,আমাকে মাফ চাওয়ার জন্য আম্মুই বুঝিয়ে নিয়ে যায়। আব্বু আমাকে এববার হাত ধরে টেনে নিয়ে যায় রুমের আরও ভিতর। মেয়ে সন্তান সৌভাগ্যের বিষয় এসব বলে,দোষ স্বীকার করে। তার বয়স হয়েছে বলে।ঐ ঘটনার কথা মনে করে। আবার হাত ধরে টেনে নিয়ে দুইবার খাটে বসায়,মাথায় হাত বুলায় দেয়। পরে আমি চলে আসি,আমারও মাথা গরম হয়েছে স্বীকার করে। আমার জামার হাতা কনুই পর্যন্ত ছিলো তাই কবজি,হাতের তালু উন্মুক্ত ছিলো। হাতের খোলা অংশ ধরেই আব্বু টান দেয় দুইবার। আম্মুও ঐ রুমেই ছিলো।

উল্লেখ্য, আমার আব্বুর চারিত্রিক ত্রুটি আছে,এটা সবাই জানি। আমি তাই অত্যন্ত ভয় পাচ্ছি,হুরমতে মুসাহারাত নিয়ে মাসয়ালা জেনে। তবে ঘটনাটা যেহেতু একটা বড় আকারের মারামারি ও ঝগড়ার পরেরদিন আব্বু আর আমার মাফ চাওয়া/আপোষের সময় ঘটে,আম্মুও সংগে ছিলো রুমে। তাই সব বিবেচনায় এখানে কি হুরমতে মুসাহারাত হয়ে গেছে,নাকি আমার ও আমার হাসব্যান্ডের বিবাহের সম্পর্ক ঠিক আছে??

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ 
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। (সূরা আল-হুজুরাত-১২)

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। 
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অনুমান থেকে বেঁচে থেকো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। (সহীহ বুখারী ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪, সহীহ মুসলিম ১৪১৩, ২৫৬৩, সুনানু তিরমিযী ১৯৮৮, নাসায়ী ৩২৩৯-৩২৪২, আবূ দাউদ ১৮৬৭, ইবনু মাজাহ ২১৭৪, আহমাদ ৭২৯২, ৭৬৪৩, ৭৬৭০, মালিক ১১১১, ১৬৮৪, দারেমী ২১৭৫)

হুরমতে মুসাহারা কি? এবং কি কি শর্তে হুরমতে মুসাহারা প্রমাণিত হয়? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1233 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাবা সম্পর্কে মন্দ ধারণা পরিহার করুন। কেননা বাবার চরিত্রে সমস্যা থাকলেও মেয়ের প্রতি বাবা কখনো কুনজর দিবে না। সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী হুরমত প্রমাণিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...