বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যিনাকারী পুরুষ এবং যিনাকারী মহিলার মধ্যে হুরমত প্রমাণিত হলেও যিনাকারী পুরুষের সন্তান এবং যিনাকারী মহিলার সন্তানদের মধ্যে হুরমত প্রমাণিত হয় না।
"و یحل لأصول الزاني و فروعه أصول المزني بها وفروعها." (البحرالرائق (۱۷۹/۳)
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3 / 31):
"و أما بنت زوجة أبيه أو ابنه فحلال."
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা যেই মহিলার সাথে যিনা করেছেন, সেই মহিলার অন্য স্বামীর ছেলের সঙ্গে আপনার বিয়ে না জায়েয হবে না। আপনার বাবা নিজ কৃতকর্মের জন্য অতিসত্বর আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করবেন।
(২) কোন পুরুষ মানুষের কাপড়ের ওপর থেকে লজ্জা স্থানে হাত পড়লে, যদি মহিলার সহবাসের ইচ্ছা না থাকে, তাহলে হুরমত হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1233