ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর আবনুল আস রাযি থেকে বর্ণিত
عَنْ عبدِاللَّهِ بنِ عَمرو بنِ العاص، رضي اللَّه عنْهما، أنَّ رسُول اللَّه ﷺ قَالَ: يغْفِرُ اللَّه للشَّهيدِ كُلَّ ذنب إلاَّ الدَّيْنَ-وفي روايةٍ له: القَتْلُ في سَبِيلِ اللَّهِ يُكفِّرُ كُلَّ شَيءٍ إلاَّ الدَّيْن.
রাসূলুল্লাহ সাঃ বলেন,আল্লাহ তা'আলা শহীদের সকল প্রকার গোনাহ মাফ করে দেবেন, শুধুমাত্র ঋণ ব্যতীত। (সহীহ মুসলিম-১৮৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)হজের সফরে বের হওয়ার আগে সকল ধার দেনা এবং অন্যান্য লেনদেন সমাপ্ত করে যাওয়া বাধ্যতামূলক। কোন কারনে লেনদেন জাতীয় এমন কিছু যদি থেকে যায়, তবে হজ আদায় হবে,হ্যা,হজ্ব থেকে এসে অতিদ্রুত ঋণ পরিশোধ করতে হবে।
(২) এক ব্যক্তির বাবা মারা গেছেন। এখন তিনি তার বাবার জন্য কিছু টাকা সৌদি আরবের গরীব মিসকিনদের দান করতে চান।এখন কোন হজের সফরে বের হওয়া ব্যাক্তিকে তিনি টাকা দিতে চান। হজযাত্রীরা এ ধরনের দায়িত্ব নিতে পারবে।