আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায,
আমার একজন বোনের পক্ষ থেকে প্রশ্নটি করছি।আমার বোন না বুঝে একটি হারাম রিলেশনে জড়িয়ে যায়,বিষয় টি বাসায় জানাজানি হলে,বোনের আব্বু রাগ করে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে।পরে বোন বাসা থেকে বের হয়ে যায়।তারকিছুদিন পর সেই ছেলের মা আমার বোন এবং তার ছেলেকে নিজ দায়িত্বে বিয়ে দিয়ে দেন কাজি এনে।সেই বিয়েতে আমার বোনের মা উপস্থিত ছিলেন না কিন্তু তিনি জানতেন যে তার মেয়ের বিয়ে দেয়া হচ্ছে,আর বোনের বাবা ছিলেন দূরে+রাগান্বিত তিনি রাজি ছিলেন না তাই আসেন ও নাই সম্ভবত যেদিন বিয়ে হচ্ছে তা জানতেনও না।এদিকে ছেলের মা আমার বোনকে আর তার ছেলেকে নিজ দায়িত্বে প্রথমে কাজি ডেকে বিয়ে দেন পরবর্তীতে রেজিস্ট্রেশন করেন।
এর অনেকদিন পর বোনের বাবা তাদের বিয়েটা মেনে নেন।কিন্তু প্রথমে অনেক রাগান্বিত ছিলেন+মত দেন নাই।কিন্তু বোনের মা রাজি ছিলেন।বর্তমানে বোনের একটি ১.৫ বছরের ছেলে সন্তান আছে আলহামদুলিল্লাহ।
এখন কোনো এক ইসলামিক লেকচারে তিনি শুনেছেন,যে বিয়েতে বাবার মতামত থাকেনা সেই বিয়ে শুদ্ধ হয়না।তাই তিনি এখন খুব চিন্তায় পরে গেছেন যে তাদের বিয়ে কি শুদ্ধ হয়নি? তারা যে এতোবছর সংসার করলেন তা কি বৈধ হয়নি?আর বাচ্চা ও তো একটা হয়ে গেছে!
আল্লাহ না করেন যদি শুদ্ধ না হয়ে থাকে,তাহলে এখন তাদের করনীয় কী?